Tuesday, November 4, 2025

এবার মেডিক্যাল কলেজে ভর্তি করার নামে ১২ লক্ষ টাকার প্রতারণা, পুলিশের জালে ২

Date:

ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev) কাণ্ডের পর থেকে প্রতারণা ও জালিয়াতি নিয়ে সতর্ক রাজ্য পুলিশ তথা প্রশাসন। ভুয়ো CBI, CID তথা কল সেন্টার, একের পর পর জালিয়াতি কাণ্ডের পাণ্ডারা পুলিশের জালে।

তারই অঙ্গ হিসেবে এবার মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে ১২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এদিন কলকাতা থেকে ধৃত দু’জনকে ঝাড়গ্রামের আদালতে তোলা হয়। শুভাশিস পতি ও নিতু রায় নামে এই দুই অভিযুক্তকে গতকাল, বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে কলকাতা থেকে গ্রেফতার করা হত।

পুলিশ সূত্রে খবর, ধৃত এক ব্যক্তি ও মহিলার কাছ থেকে দু’টি ল্যাপটপ, বেশ কয়েকটি ফোন এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে আর কে বা কারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত। কোনও প্রভাবশালীর সেটাও দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের বাসিন্দা অর্ণব ঘোষ দাস গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম বিভাগে প্রতারণার অভিযোগ দায়ের করেন। ধৃত দু’জন তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকা নিয়েছে বলে দাবি দায়ের করেন অর্ণব। তাঁর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন- হাসিনার হাড়িভাঙ্গা আম পেয়ে ‘আপ্লুত’ মমতা, চিঠিতে লিখলেন, ‘আমি দু’হাত ভরে বিলিয়েছি ’

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version