রাজ্যে (West Bengal) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ জুলাই ২০২১-এর মধ্যে আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে ৪৮টি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) তরফ থেকে জানানো হয়েছে, ১ জানুয়ারি, ২০২১ তারিখের হিসাবে সর্বোচ্চ ৩৬ বছর বয়সীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। বেতন ১৫ হাজার ৬০০ টাকা থেকে ৩৯ হাজার ১০০ টাকা।


https://wbpsc.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। জেনারেল প্রার্থীদের ২১০ টাকা আবেদনের ফি হিসাবে ব্যাঙ্কে জমা দিতে হবে। এছাড়া তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী কিংবা বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের আবেদনে কোনও ফি লাগবে না বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন-পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার আন্দোলনে তৃণমূল যুবনেত্রী সায়নী

শূন্যপদগুলি হল- সেরামিক টেকনোলজি: ১, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৭, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ৩, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৬, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৮, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ১, ইনফরমেশন টেকনোলজি: ৩, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৩, টেক্সটাইল টেকনোলজি: ৩, টেক্সটাইল টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট: ৩।