আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামসের পর অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সিরিষা বান্ডালা (Sirisha Bandla) যাচ্ছেন মহাকাশে। আগামী ১১ জুলাই। বিলিয়নেয়ার শিল্পপতি রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালেক্টিকের প্রথম ক্রু-সহ টেস্ট ফ্লাইট।
আরও পড়ুন-কোভ্যাক্সিন ডেল্টা প্রজাতি রুখতে তেমন না হলেও কার্যকরী, জানালো হু
সিরিষা বান্ডালা ভার্জিন গ্যালেকটিকে রিসার্চ অপারেশনস-এর ভাইস প্রেসিডেন্ট। পাশাপাশি ভার্জিন গ্যালেকটিকের গভর্নমেন্ট অ্যাফেয়ার্সও দেখেন ৩৪ বছরের সিরিষা। তিনি Unity22 মিশনের রিসার্চার হিসাবে যোগ দেবেন। অন্যদিকে, আগামী ২০ জুলাই নিউ শেফার্ড স্পেসশিপে মহাকাশে যাচ্ছেন আরেক বিলিয়নেয়ার তথা অ্যামাজনের প্রাক্তন সিইও জেফ বেজোস।