তৈরি হয়ে গেল টোকিও অলিম্পিক্সের সূচি, দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছেন পিভি সিন্ধু

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হচ্ছে অলিম্পিক্সের( Olympics) মতন মেগা ইভেন্ট। অলিম্পিক্সে ভারতীয় শাটলার পিভি সিন্ধুর( P V Sindhu)  উপর পদক জয়ের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স। দেখে নিন সিন্ধুর গ্রুপে কে কে আছেন।

টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics) জন্য তৈরি হয়ে গেল ব্যাডমিন্টনের সূচি। আর সেই সূচি অনুযায়ী গ্রুপ লিগের ম্যাচে বিশ্বের ৩৪ এবং ৫৮ নম্বর প্লেয়ারের মুখোমুখি হবেন বিশ্ব র‌্যাঙ্কিং এ সাত নম্বরে থাকা পিভি সিন্ধু। গ্রুপ ‘জে’-তে রয়েছেন সিন্ধু। তাঁর গ্রুপে আছেন হংকং এর চিয়ুংগান ই এবং ইজরায়েলের কেসেনিয়া পোলিকারপোভা। ৩৪ নম্বর র‍্যাঙ্কিং চিয়ুংগান ই এর, কেসেনিয়ার র‍্যাঙ্কিং ৫৮।

প্রতিটা গ্রুপে শীর্ষে থাকবেন যাঁরা, সেই ১৬ জনই পরের রাউন্ডে যাবেন। তার পরে নক আউট পর্বের হবে ম্যাচ।

টোকিও অলিম্পিক্সের জন্য মহিলা ব্যাডমিন্টন থেকে ভারতের হয়ে ছাড়পত্র পেয়েছে একমাত্র পিভি সিন্ধু। সাইনা নেহওয়াল এই বছর যোগ্যতা অর্জন করতে পারেননি।

আরও পড়ুন:ভারত-শ্রীলঙ্কা সিরিজে করোনার থাবা, কোভিড আক্রান্ত শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার

 

Previous articleভাতারে বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল বাড়ি, জখম ৩
Next articleজন্মদিনেই জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা