Saturday, May 3, 2025

মন্ত্রী হননি রাজু, গোর্খা বঞ্চনার অভিযোগ তুলে মোদিকে চিঠি বিজেপি বিধায়কের

Date:

Share post:

দু’জন কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছে উত্তরবঙ্গ(North Bengal)। তবে দার্জিলিং(Darjeeling) থেকে সাংসদ রাজু বিস্তর(Raju Bisht) মন্ত্রী হওয়ার একটি গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত মোদির মন্ত্রিসভায় জায়গা মেলেনি দার্জিলিংয়ের সাংসদের। এই ঘটনায় মোটেই খুশি নন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা(Neeraj zimba)। ফলস্বরূপ শুক্রবার রীতিমতো অভিমানের সুরেই মোদিকে চিঠি লিখলেন তিনি।

বিধানসভা নির্বাচনে বিজেপি কার্যত ধরাশায়ী হলেও উত্তরবঙ্গে কিছুটা আশানুরূপ ফল করেছে গেরুয়া শিবির। দার্জিলিংয়ের পাঁচটি আসনের মধ্যে সবকটি আসন দখল করেছে তারা। এই জয়ের পুরো কৃতিত্ব সাংসদ রাজু বিস্তকে দিয়ে মোদিকে লেখা চিঠিতে নীরজের আবেদন, জেলার ৫টি আসনেই রাজু বিস্তই দলকে জিতিয়েছেন। দার্জিলিং-এর পাহাড়িরা, তরাই ও ডুয়ার্সের মানুষ সাংসদ রাজু বিস্তকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে চারজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:প্রয়াত কিংবদন্তি পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র

একই সঙ্গে বিজেপির ওপর আস্থা রাখা পাহাড়বাসীর ক্ষোভ যে গেরুয়া শিবিরের উপর ক্রমশ বাড়ছে সে কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সংকল্পপত্র ও বারবার আশ্বাস দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরও বিজেপি নেতাদের ওপর আস্থা রেখেছে দার্জিলিংয়ের মানুষ। তবে দীর্ঘদিন দার্জিলিংয়ের মানুষের সঙ্গে বঞ্চনার বিষয়টি গোর্খারা যে ভালোভাবে নেবে না সে কথা উল্লেখ করে বিজেপি বিধায়ক লেখেন, এটা শুধুমাত্র আশাহত হওয়ার বিষয় নয়, কেন্দ্রের এই পদক্ষেপে গোর্খারা মনে করছে বিজেপি তাদের ইস্যু ও গোর্খাদের মোটেই গুরুত্ব দিয়ে দেখছে না। উত্তরবঙ্গের মানুষ এবং দেশের সমস্ত গোর্খাদের হয়ে তিনি যে এই চিঠি লিখেছেন সে কথাও স্মরণ করিয়ে দেন দার্জিলিংয়ের বিধায়ক।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...