Wednesday, December 24, 2025

ফেসবুক পোস্টের জের, বাবুল সুপ্রিয়, সৌমিত্র খাঁকে শো’কজ বিজেপি’র

Date:

Share post:

বেসুরোদের গলায় বেড়ি লাগাচ্ছে বিজেপি৷

সোশ্যাল মিডিয়াতে মুখ খোলার ‘অপরাধে’ বাবুল সুপ্রিয় এবং সৌমিত্র খাঁকে শোকজ করলো বিজেপি। চিঠি দেওয়া হয়েছে বিজেপির মহিলা মোর্চার নেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায়কেও। এই তিনজনের কাছেই দল জানতে চেয়েছে শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না৷ সূত্রের খবর, দলের সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই চিঠি পাঠিয়েছেন। জানা গিয়েছে, আরও কয়েকজনকে শো-কজ চিঠি ধরানো হবে৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার ইঙ্গিত দিয়েছিলেন, ‘দলের শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে, তিনি যত বড়ই নেতা বা নেত্রী হোন, দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।’ এই বার্তা দেওয়ার পরেই শো’কজ চিঠি পেলেন বাবুল-রা৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে বাংলার বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরিকে বাদ দেওয়া হয়েছে৷ এ রাজ্যের নতুন চারজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এর পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন সৌমিত্র খাঁ। লাইভে এসে দলের বিরুদ্ধেই কার্যত তোপ দাগেন। তাঁর নিশানায় ছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী।
পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের দিনই সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় এক পোস্টে লিখেছিলেন,”আমাকে ইস্তফা দিতে বলা হয়েছে।” এই পোস্টে বোঝা যায়, দলের ওপর ক্ষোভ রয়েছে বাবুলের৷ একটু পরেই অবশ্য সেই লেখা বদলে বাবুল লেখেন, “ইস্তফা দিতে বলা হয়েছিল কথাটা হয়ত এভাবে ব্যবহার করা ঠিক নয়।”

আরও পড়ুন-প্রাথমিক-এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

এবার বিজেপি বুঝিয়ে দিলো প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা দল আর বরদাস্ত করবেনা৷ শনিবার শো-কজ চিঠি ধরানো হয়েছে সৌমিত্র খাঁ, বাবুল সুপ্রিয়, অমৃতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি নেতৃত্ব এবার কঠোর মনোভাব প্রদর্শন করে বুঝিয়েছে, এভাবে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললে কঠোর শাস্তির মুখে পড়তেই হবে৷

 

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...