বেসুরোদের গলায় বেড়ি লাগাচ্ছে বিজেপি৷
সোশ্যাল মিডিয়াতে মুখ খোলার ‘অপরাধে’ বাবুল সুপ্রিয় এবং সৌমিত্র খাঁকে শোকজ করলো বিজেপি। চিঠি দেওয়া হয়েছে বিজেপির মহিলা মোর্চার নেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায়কেও। এই তিনজনের কাছেই দল জানতে চেয়েছে শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না৷ সূত্রের খবর, দলের সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই চিঠি পাঠিয়েছেন। জানা গিয়েছে, আরও কয়েকজনকে শো-কজ চিঠি ধরানো হবে৷
পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের দিনই সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় এক পোস্টে লিখেছিলেন,”আমাকে ইস্তফা দিতে বলা হয়েছে।” এই পোস্টে বোঝা যায়, দলের ওপর ক্ষোভ রয়েছে বাবুলের৷ একটু পরেই অবশ্য সেই লেখা বদলে বাবুল লেখেন, “ইস্তফা দিতে বলা হয়েছিল কথাটা হয়ত এভাবে ব্যবহার করা ঠিক নয়।”
আরও পড়ুন-প্রাথমিক-এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
এবার বিজেপি বুঝিয়ে দিলো প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা দল আর বরদাস্ত করবেনা৷ শনিবার শো-কজ চিঠি ধরানো হয়েছে সৌমিত্র খাঁ, বাবুল সুপ্রিয়, অমৃতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি নেতৃত্ব এবার কঠোর মনোভাব প্রদর্শন করে বুঝিয়েছে, এভাবে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললে কঠোর শাস্তির মুখে পড়তেই হবে৷