রবিবার মারাকানায় ব্রাজিলকে( brazil) হারিয়ে কোপা আমেরিকার ( copa America )ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা( Argenti)। ট্রফির পাশাপাশি একাধিক পুরস্কার ছিনিয়ে নিল মেসির দল।

চলুন দেখেনি কে কোন পুরস্কার পেল

চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা পেল ৬.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪৮ কোটি ৪১ লক্ষ ৬৮ হাজার ৭৫০ টাকা)।

রানার্স ব্রাজিল পেল ৩.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২৬ কোটি ০৭ লক্ষ ০৬ হাজার ২৫০ টাকা)।


সর্বোচ্চ গোল করে সোনার বুটের মালিক লিওনেল মেসি। ৪ গোল করেছেন তিনি। করিয়েছেন ৫ গোল। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে সোনার বলের মালিক ও মেসি।


HECHOS EL UNO AL OTRO 😍 🇦🇷#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/w4YC21Dxei
— Copa América (@CopaAmerica) July 11, 2021
ফাইনালের সেরা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া।

সোনার গ্লাভস (সেরা গোলকিপার) পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়িনা মার্টিনেজ।

ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে ব্রাজিল।

আরও পড়ুন:তাঁর গোলেই কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা, দলকে জয় এনে দিয়ে কী বললেন ডি মারিয়া?