উইম্বলডন( Wimbledon) চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ( novak djokovic)। ফাইনালে এদিন তিনি হারালেন ইতালির মাতেও বেরেত্তিনিকে( matteo berrettini)। ম্যাচের ফলাফল ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩। এই জয়ের ফলে আরও দুই টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন জোকার। তিন তারকার ঝুলিতেই বর্তমানে রয়েছে ২০ টি করে গ্র্যান্ড স্লাম।

Hold it. Lift it. Kiss it. Djok it.#Wimbledon | @DjokerNole pic.twitter.com/f5Q7lQUaPK
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
ফরাসি ওপেনের (French Open) পর ঐতিহ্যশালী উইম্বলডনও চলে এল জোকোভিচের ঝুলিতে। উইম্বলডন চ্যাম্পিয়ন হলেও, ম্যাচে এদিন শুরুতে চাপে পড়ে যায় জোকার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেট গড়ায় ট্রাইবেকারে। যেখানে ৬-৭ (৪-৭) গেমে সেটটি জিতে নেন বেরেত্তিনি। এরপরই দুরন্ত ক্যামব্যাক করেন জোকোভিচ। বাকি তিনটে সেটে বেরেত্তিনিকে দাঁড়াতেই দেননি তিনি। পরপর তিনটি সেট জিতে ম্যাচ এবং গ্র্যান্ড স্লাম ট্রফি জিতে ইতিহাসও গড়ে ফেললেন জোকার।

🏆 2011
🏆 2014
🏆 2015
🏆 2018
🏆 2019
🏆 2021#Wimbledon | @DjokerNole pic.twitter.com/UrFvlsgIzY— Wimbledon (@Wimbledon) July 11, 2021
আরও পড়ুন:জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন প্রবাসী সমীর বন্দোপাধ্যায়
