স্বস্তি বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কমলো, কমছে মৃত্যুও

রাজ্যে অনেকটাই কমলো দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও।

সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৮৫। একই সময়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। সবমিলিয়ে রাজ্যে ক্রমশ নিম্নমুখী কোভিড গ্রাফ।
সংক্রমণ কমার পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪, ৫৩১। এই সময়ের মধ্যে বেড়েছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,২৪৪ জন। এই মুহুর্তে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার ১৪-এ। সংক্রমণের শীর্ষে এখনও রয়েছে উত্তর ২৪ পরগনা (৯০)। তারপরেই রয়েছে দার্জিলিং (৭৭)। এছাড়া পূর্ব মেদিনীপুরেও নতুন ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ জন৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন। মুর্শিদাবাদ, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ১০-এর নীচে নেমে এসেছে।

ওদিকে, রাজ্যে তৃতীয় ঢেউ রুখতে জোরকদমে চলছে টিকাকরণ। সোমবার পর্যন্ত টিকা পেয়েছেন ৮৯ হাজার ৩৬৭ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে দু’কোটি ৪১ লক্ষ ৫৭ হাজার ৬৮৭ জন টিকা পেয়েছেন।

Previous articleরথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বালকের
Next articleশুভেন্দুর দেহরক্ষীর বাড়িতে CID টিম, আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন পরিবারের সদস্যদের