Friday, November 14, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) করা নন্দীগ্রাম (nandigram) মামলার শুনানি হবে নতুন বিচারপতির এজলাসে। হাইকোর্টের (calcutta high court) তরফ থেকে সোমবার একথা জানানো হয়েছে।

বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে উঠল ওই মামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন অনুযায়ী দিন কয়েক আগেই এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। সেই কারণেই ওই মামলার জন্য নতুন বেঞ্চ তৈরি করা হল।
সোমবার হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে , বিচারপতি চন্দ সরে দাঁড়ানোয় এই মামলা উঠছে বিচারপতি সরকারের বেঞ্চে। চলতি সপ্তাহেই নতুন বেঞ্চে মুখ্যমন্ত্রীর মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নন্দীগ্রাম আসনে ভোটে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন করেছিলেন মমতা। বিবাদী পক্ষ হিসাবে তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। নির্বাচন সংক্রান্ত মুখ্যমন্ত্রীর ওই মামলাটি প্রথম ওঠে বিচারপতি চন্দের বেঞ্চে। তাতে আপত্তি জানান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। তাঁর অভিযোগ, বিচারপতি চন্দের সঙ্গে বিজেপি-র পূর্ব যোগ রয়েছে। ফলে তাঁর এজলাসে বিচার হলে ‘নিরপেক্ষ’ বিচার না পাওয়ার আশঙ্কা রয়েছে! মমতার ওই দাবি মতো গত সপ্তাহে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি চন্দ। সেই সঙ্গে মামলাকারী মমতাকে ৫ লক্ষ টাকা জরিমানা করেন তিনি।

বিচারপতি চন্দের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। যদিও এখনও পর্যন্ত সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হননি মুখ্যমন্ত্রী। তারই মধ্যে সোমবার কলকাতা হাই কোর্টে নন্দীগ্রাম মামলার বেঞ্চ বদল হল। তবে শুনানির দিন এখনও পর্যন্ত ধার্য হয়নি। হাই কোর্টে সূত্রে জানা গিয়েছে , এই সপ্তাহেই এই মামলার শুনানি শুরু হতে পারে।

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...
Exit mobile version