সনাক্ত করা যাচ্ছেনা, নিহত বিজেপি কর্মীর DNA পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

হাই কোর্ট

সনাক্ত করা যাচ্ছে না৷ নিহত বিজেপিকর্মী অভিজিৎ সরকারের DNA পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ মৃতের ভাই-ই DNA পরীক্ষা চেয়েছেন বলে মঙ্গলবার হাইকোর্টে জানিয়েছেন NHRC এবং মামলাকারীর আইনজীবী৷ সেই আর্জির ভিত্তিতেই এদিন এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

 

এদিন রাজ্যে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানি হয় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে৷ এদিনই আদালতে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছে আদালতের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন দ্বারা গঠিত বিশেষ কমিটি। রিপোর্টের কপি আইনিপদ্ধতি মেনে মামলাকারী এবং রাজ্য সরকারকে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷

 

হাইকোর্টের নির্দেশে দিনকয়েক আগে কাঁকুড়গাছির বাসিন্দা নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের ময়নাতদন্ত হয়ে গেলেও মৃতের ভাই দেহ সনাক্তই করতে পারছেন না। এক্ষেত্রে DNA পরীক্ষাই একমাত্র উপায় বলে মনে করেছে আদালত৷ দেহাংশের নমুনা সংগ্রহ করে রাখা আছে৷ নমুনা সংগ্রহ করতে হবে কম্যান্ড হাসপাতাল থেকে৷ প্রয়োজনে বুধবারও নমুনা সংগ্রহ করা যেতে পারে।

মৃতের ভাই সম্মতি দিলে DNA পরীক্ষা করা যেতে পারে। আদালতের নির্দেশ, মৃতের ভাইয়ের কাছ থেকে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় নমুনা সংগ্রহ করতে হবে। নমুনা পাঠাতে হবে কলকাতার ফরেনসিক পরীক্ষাগার বা CFSL-এ৷ পরীক্ষার রিপোর্ট ৭ দিনের মধ্যে রিপোর্ট আকারে আদালতে পেশ করতে হবে৷

এদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত এদিন বলেন, এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশ৷ পুলিশের হাত থেকে এখনও এই ঘটনার তদন্তভার সরিয়ে নেয়নি সুপ্রিম কোর্ট৷ তাই ওই DNA পরীক্ষার সময় রাজ্য পুলিশের প্রতিনিধির উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক। AG এদিন আদালতে জানান,

নিহত অভিজিৎ সরকারের ভাই, মা এবং পরিবার তদন্তে সাহায্য করছেন না। গোপন জবানবন্দির জন্য পাঁচবার ডেকে পাঠানো হয়েছে, ই – মেল করা হয়েছে, কেউ উত্তর দেননি।

 

 

Previous articleশিক্ষামন্ত্রীর নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, গ্রেফতার ব্যবসায়ী
Next articleবিপর্যস্ত অবস্থাতেই লকডাউন শিথিল! চলবে গণপরিবহন