Thursday, August 28, 2025

সনাক্ত করা যাচ্ছেনা, নিহত বিজেপি কর্মীর DNA পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

Date:

সনাক্ত করা যাচ্ছে না৷ নিহত বিজেপিকর্মী অভিজিৎ সরকারের DNA পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ মৃতের ভাই-ই DNA পরীক্ষা চেয়েছেন বলে মঙ্গলবার হাইকোর্টে জানিয়েছেন NHRC এবং মামলাকারীর আইনজীবী৷ সেই আর্জির ভিত্তিতেই এদিন এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

 

এদিন রাজ্যে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানি হয় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে৷ এদিনই আদালতে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছে আদালতের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন দ্বারা গঠিত বিশেষ কমিটি। রিপোর্টের কপি আইনিপদ্ধতি মেনে মামলাকারী এবং রাজ্য সরকারকে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷

 

হাইকোর্টের নির্দেশে দিনকয়েক আগে কাঁকুড়গাছির বাসিন্দা নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের ময়নাতদন্ত হয়ে গেলেও মৃতের ভাই দেহ সনাক্তই করতে পারছেন না। এক্ষেত্রে DNA পরীক্ষাই একমাত্র উপায় বলে মনে করেছে আদালত৷ দেহাংশের নমুনা সংগ্রহ করে রাখা আছে৷ নমুনা সংগ্রহ করতে হবে কম্যান্ড হাসপাতাল থেকে৷ প্রয়োজনে বুধবারও নমুনা সংগ্রহ করা যেতে পারে।

মৃতের ভাই সম্মতি দিলে DNA পরীক্ষা করা যেতে পারে। আদালতের নির্দেশ, মৃতের ভাইয়ের কাছ থেকে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় নমুনা সংগ্রহ করতে হবে। নমুনা পাঠাতে হবে কলকাতার ফরেনসিক পরীক্ষাগার বা CFSL-এ৷ পরীক্ষার রিপোর্ট ৭ দিনের মধ্যে রিপোর্ট আকারে আদালতে পেশ করতে হবে৷

এদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত এদিন বলেন, এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশ৷ পুলিশের হাত থেকে এখনও এই ঘটনার তদন্তভার সরিয়ে নেয়নি সুপ্রিম কোর্ট৷ তাই ওই DNA পরীক্ষার সময় রাজ্য পুলিশের প্রতিনিধির উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক। AG এদিন আদালতে জানান,

নিহত অভিজিৎ সরকারের ভাই, মা এবং পরিবার তদন্তে সাহায্য করছেন না। গোপন জবানবন্দির জন্য পাঁচবার ডেকে পাঠানো হয়েছে, ই – মেল করা হয়েছে, কেউ উত্তর দেননি।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version