Tuesday, November 4, 2025

ভুয়ো সিবিআই (Cbi) আধিকারিক পরিচয়ে প্রতারণার অভিযোগে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Shubhadip Benarjee) ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠাল হাওড়া (Howrah) আদালত। সোমবার দিল্লির (Delhi) পাঁচতারা হোটেল থেকে গ্রেফতারের পর তিনদিনের ট্রানজিট রিমান্ডে শুভদীপকে হাওড়ায় নিয়ে আসে জগাছা থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়।

সোমবার দিল্লির চাণক্যপুরীর পাঁচতারা হোটেল থেকে শুভদীপকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় জগাছা থানায়। সেখানেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী।
জগাছা থানায় কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হয়। শুভদীপকে ১২ দিনের হেফাজতে চান তদন্তকারীরা। আদালত তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

শুভদীপের বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অধীন সিবিআই। এই মন্ত্রকের অফিস দিল্লির নর্থ ব্লকে (North Block)। নিজের পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে নর্থ ব্লকের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছিলেন অভিযুক্ত শুভদীপ। ভুয়ো সিবিআই অফিসার, রেলের ভিজিল্যান্স অফিসার পরিচয় দেওয়া, কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, নীলবাতি লাগানো গাড়িতে যাতায়াত, এরকম একাধিক অভিযোগ রয়েছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সিবিআই অফিসার পরিচয় দিয়েই বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী তাঁর প্রতারণা ধরে ফেলে পুলিশে অভিযোগ দায়ের করেন। বিবাহ বিচ্ছেদের মামলা করেন। সেই সময় বাড়ি ছেড়ে পালান শুভদীপ। ছোটবেলা থেকেই শুভদীপের মিথ্যে কথা বলা স্বভাব বলে জানিয়েছেন তাঁর মা। তাঁর মানসিক চিকিৎসা চলছিল বলে দাবি মায়ের।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version