মানিকচকের (Manik chowk, Maldah)ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)। মঙ্গলবার মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গন কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি।
এদিন দুপুরে মানিকচক ঘাট এখান থেকে লঞ্চে করে গঙ্গা দিয়ে পরিদর্শন করতে করতে গোপালপুরের বালু তোলা এলাহি তলায় এসে পৌঁছান। ভাঙন কবলিত এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের অভাব-অভিযোগ শোনেন। কয়েকদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে কাজ শুরু হবে আশ্বাস দেন মন্ত্রী।
পাশাপাশি যে সমস্ত গ্রাম নদী লাগোয়া রয়েছে সেই সমস্ত পরিবারকে পুনর্বাসনের বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। মন্ত্রীর সাথে ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল মানিকচক ব্লক বিডিও জয় আহমেদ, মানিকচক থানার আইসি অক্ষয় পাল, মানিকচকের বিধায়িক সাবিত্রী মিত্রের প্রতিনিধি সমদীপ সরকার। পরে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মানিকচকের বিভিন্ন জায়গায় গঙ্গা নদীতে ভাঙন হচ্ছে। জেলা সব শেষ দপ্তর নজর রেখেছে। মানিকচকের গোপালপুর অঞ্চলের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। তাড়াতাড়ি এই এলাকায় আমাদের কাজ শুরু হবে।