Sunday, August 24, 2025

ভুয়ো সিবিআই (Cbi) আধিকারিক পরিচয়ে প্রতারণার অভিযোগে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Shubhadip Benarjee) ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠাল হাওড়া (Howrah) আদালত। সোমবার দিল্লির (Delhi) পাঁচতারা হোটেল থেকে গ্রেফতারের পর তিনদিনের ট্রানজিট রিমান্ডে শুভদীপকে হাওড়ায় নিয়ে আসে জগাছা থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়।

সোমবার দিল্লির চাণক্যপুরীর পাঁচতারা হোটেল থেকে শুভদীপকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় জগাছা থানায়। সেখানেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী।
জগাছা থানায় কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হয়। শুভদীপকে ১২ দিনের হেফাজতে চান তদন্তকারীরা। আদালত তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

শুভদীপের বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অধীন সিবিআই। এই মন্ত্রকের অফিস দিল্লির নর্থ ব্লকে (North Block)। নিজের পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে নর্থ ব্লকের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছিলেন অভিযুক্ত শুভদীপ। ভুয়ো সিবিআই অফিসার, রেলের ভিজিল্যান্স অফিসার পরিচয় দেওয়া, কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, নীলবাতি লাগানো গাড়িতে যাতায়াত, এরকম একাধিক অভিযোগ রয়েছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সিবিআই অফিসার পরিচয় দিয়েই বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী তাঁর প্রতারণা ধরে ফেলে পুলিশে অভিযোগ দায়ের করেন। বিবাহ বিচ্ছেদের মামলা করেন। সেই সময় বাড়ি ছেড়ে পালান শুভদীপ। ছোটবেলা থেকেই শুভদীপের মিথ্যে কথা বলা স্বভাব বলে জানিয়েছেন তাঁর মা। তাঁর মানসিক চিকিৎসা চলছিল বলে দাবি মায়ের।

 

Related articles

ষোলেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version