দৈনিক সংক্রমণ কমলেও কমেনি মৃত্যুর সংখ্যা। করোনায় (Coronavirus) আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ফের পেরল ২ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশে (India) করোনা সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৪৩ জন। ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে এই প্রথমবার এতটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন-আল কায়েদা যোগ: শহরে ৩ জঙ্গি গ্রেফতারের পর প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র (Maharashtra) এবং কেরলে (Kerala) মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০০। বাকি সব রাজ্যেই ১০০-র কম। তবে মধ্যপ্রদেশে (Madhya pradesh) দৈনিক মৃত্যু পৌঁছেছে ১৫০০-র কাছাকাছি। ওই রাজ্যে এমন বাড়বাড়ন্তের জন্যই ভারতের দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে।
