Saturday, May 17, 2025

‘শুভেন্দু তৃণমূলের এজেন্ট’, বিজেপির অন্দরে বেলাগাম বিবাদ

Date:

Share post:

বিরোধী দলনেতার নির্দেশে বিধানসভার সব কমিটি থেকে সরে গেলেন বিজেপি বিধায়করা। এই ‘ত্যাগ’-এর কারণ, মুকুল রায়কে কেন PAC-র চেয়ারম্যান করা হয়েছে৷ স্রেফ ইস্তফা’ই নয়, দল বেঁধে মঙ্গলবার রাজ্যপালের কাছে নালিশও জানিয়ে এসেছেন তাঁরা৷ যদিও এ বিষয়ে শুধু নালিশ শোনা ছাড়া রাজ্যপালের কিছুই করনীয় নেই৷

আর এই ইস্যুতে গেরুয়া- অন্দরে কার্যত শুম্ভ- নিশুম্ভের লড়াইয়ের আবহ তৈরি হয়েছে এদিন সন্ধ্যা থেকেই৷ শুধু একে অপরের বিরুদ্ধে সামান্য তোপ দাগা’র মধ্যে মতবিরোধ সীমাবদ্ধ থাকেনি৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘তৃণমূলের এজেন্ট’ পর্যন্ত বলেছেন বঙ্গ-বিজেপির একাধিক নেতা ৷

বিধানসভার কমিটি থেকে বিজেপি বিধায়কদের ইস্তফা দেওয়ার একক সিদ্ধান্ত বিরোধী দলনেতার৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে ঝড় উঠেছে বিজেপির অভ্যন্তরে৷ একাধিক শীর্ষনেতার বক্তব্য, “এই সিদ্ধান্ত বিরোধী দলনেতার একার৷ ইস্তফা দেওয়ার এই সিদ্ধান্ত অপরিনত৷ এভাবে তৃণমূলের বিরোধিতা করে বিজেপি নিজের ক্ষতি করলো৷ লাভ হলো শাসক দলের৷ শুভেন্দু অধিকারী পরোক্ষে তৃণমূলের সুবিধা করে দিলেন৷ বিজেপির অন্দরে তৃণমূলের ‘সিক্রেট এজেন্ট’ হিসাবে কাজ করছেন বিরোধী দলনেতা৷”

গুরুতর এই অভিযোগ তোলার কারণ ব্যাখ্যা করে ওই নেতারা বলেছেন, “এই প্রথমবার আমরা বিধানসভার এতগুলি কমিটির প্রধান হওয়ার সুযোগ পেয়েছিলো৷ এই সুযোগ কাজে লাগাতে পারলে অনেকটাই চাপে থাকতো শাসক দল৷ কিন্তু ইস্তফা দিয়ে বিজেপি আসলে তৃণমূলেরই সুবিধা করে দিলো৷ তৃণমূলের পাতা ফাঁদে নির্বোধের মতো ধরা দিলো বিজেপির পরিষদীয় দল৷ শাসক দল এমনটাই চাইছিলো৷”

এখানেই শেষ নয়৷ পদ্ম-শিবিরের এক শীর্ষ নেতার সাফ কথা, ” ইস্তফা দিয়ে প্রতিবাদ জানাতে হলে পদত্যাগ করতে পারতেন বিরোধী দলনেতা স্বয়ং৷ তাতে চাপ হয়তো জোরালো হতো৷ অথচ শুভেন্দু নিজের পদ বুক দিয়ে আগলে বলি দিলেন দলের বিধায়কদের৷ কোনও নেতা যদি এমন নগ্নভাবে নিজের স্বার্থ রক্ষা করে, তাহলে দলের বিধায়কদের মনোবল ভাঙ্গতে বাধ্য”৷ বিজেপির এই বলেছেন, “এবার হয়তো স্পিকারের হাতে-পায়ে ধরে ইস্তফাপত্র গ্রহণ না করতে আর্জি জানাবেন শুভেন্দু ৷ এইভাবে ইস্তফা দেওয়ায় দলের লাভ কতখানি হলো? পুরো লাভ তুলে নিলো শাসক দল৷ নজরদারি করার কেউ আর রইলো না৷”

বঙ্গ-বিজেপির এই নেতাদের বক্তব্য, “মুকুল রায়ের PAC-র চেয়ারম্যান হওয়া আটকাতে পারলেন না শুভেন্দু, তার উপর দলের বাকি বিধায়কদেরও কমিটি থেকে ইস্তফা দেওয়ালেন৷ অথচ নিজে পদ ধরে রাখলেন? এ কেমন নেতা ? তৃণমূলের স্বার্থ কেন রক্ষা করলেন বিরোধী দলনেতা, তার জবাব চাওয়া হবে”৷

আরও পড়ুন- “PAC চেয়ারম্যান ইস্যুতে রাষ্ট্রপতি-রাজ্যপাল যেখানে খুশি যাক!” শুভেন্দুকে কড়া জবাব স্পিকারের

spot_img

Related articles

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে...

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...

লক্ষ্য উন্নয়ন, গ্রামবাংলার সার্বিক রাস্তা নির্মাণে রেকর্ড রাজ্যের

বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণে নতুন রেকর্ড তৈরি করল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...