Thursday, January 22, 2026

বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক থেকে শুভেন্দুকে সরাতে মমতাকে চিঠি তৃণমূলের

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) দায়িত্ব থেকে সরাতে ফের একবার ময়দানে নামল রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলে(TMC) থাকাকালীন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের(Vidyasagar Central cooperative Bank) চেয়ারম্যান পদে বসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই এবার তাকে সরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। শীঘ্রই এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি(Ajit Maity)।

রবিবারই ব্যাংকের পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন অজিত। এরপর সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ব্যাঙ্কের পরিচালন সমিতির সদস্যরা শুভেন্দুকে চাইছেন না। উনি নির্লজ্জের মতো এখনও পদ আঁকড়ে পড়ে রয়েছেন। উনি যখন অন্য রাজনৈতিক দলে চলে গিয়েছেন তখন কেন পড়ে আছেন।’ একইসঙ্গে তিনি আরও জানান, ব্যাংকের পরিচালন সমিতির সব সদস্যই শুভেন্দুকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানিয়েছেন। ওঁকে অবিলম্বে বহিষ্কার করা হোক অন্যথায় আমরা ওঁর বিরুদ্ধে অনাস্থা আনব।

আরও পড়ুন:সনাক্ত করা যাচ্ছেনা, নিহত বিজেপি কর্মীর DNA পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

শুধু তাই নয় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে অজিত আরো বলেন, “দু বছর পার হয়ে গেলেও ব্যাংকে আসেননি উনি মানুষের সম্পদ নষ্ট করছেন। নিজের স্বার্থে ব্যাংকে ব্যবহার করা হচ্ছে। এর আগে কাঁথি কো-অপারেটিভ ব্যাংক থেকে সরানো হয়েছে ওনাকে এবার বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক থেকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” উল্লেখ্য, ২০১৯ সালে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে নির্বাচন হয়েছিল। ২০২৪ সাল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে সমবায় আইন অনুযায়ী কোনও নির্বাচিত চেয়ারম্যানকে এভাবে অনাস্থা এনে সরানো যায় না। এখন এই পরিস্থিতিতে জল কতদূর গড়ায় সেটাই দেখার।

 

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...