ম‍্যাচ গড়াপেটার অভিযোগ উঠল উইম্বলডনে, তদন্তে আন্তর্জাতিক টেনিস সংস্থা

ম‍্যাচ গড়াপেটার অভিযোগ উঠল এ বারের উইম্বলডনে ( Wimbledon)। দুটো ম্যাচ গড়াপেটা হয়েছে বলে মনে করা হচ্ছে। এমনটাই মনে করছেন উইম্বলডন কর্তৃপক্ষ।  উইম্বলডনে দুটো ম‍্যাচে জুয়াড়িদের নজর ছিল বলে মনে করা হচ্ছে।

এক জার্মান সংবাদপত্রে বলা হয়েছে, একটি সিঙ্গলসের ম্যাচ এবং একটি ডাবলসের ম্যাচ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সেই দুটো ম‍্যাচে একাধিক জুয়াড়ির নজর ছিল বলে মনে করা হচ্ছে। এমনটাই দাবি। সেখানে বলা হয়, উইম্বলডনে পুরুষদের ডাবলস প্রতিযোগিতায় প্রথম পর্বের একটি ম্যাচ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জল্পনা ছিল সেই ম্যাচে যে জুটির ওপর জয়ের আশা সব চেয়ে বেশি ছিল, তাঁরা হেরে যাবেন। এবং পড়ে সেটাই হয়। শুধু তাই একটি সিঙ্গলসের যে ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেটিও প্রথম পর্বের একটি ম্যাচ।

ইতিমধ্যেই আন্তর্জাতিক টেনিস সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্ত শেষ না হলে কোনও রকম তথ্যই তারা সামনে আনবে না বলে জানান হয়েছে।

আরও পড়ুন:চোটের কারণে টোকিও অলিম্পিক্স থেকে নাম সরিয়ে নিলেন ফেডেরার

 

Previous articleসেনা-জঙ্গি সংঘর্ষে খতম ৩ সন্ত্রাসবাদী, জম্মুর আকাশে ফের উড়ল ড্রোন
Next articleফের বকখালিতে ট্রলার ডুবে নিখোঁজ ১০ মৎস্যজীবী