চোটের কারণে টোকিও অলিম্পিক্স থেকে নাম সরিয়ে নিলেন ফেডেরার

টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics) থেকে নাম সরিয়ে নিলেন রজার ফেডেরার( roger federar)। হাঁটুর চোটের কথা জানিয়ে অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন সুইস তারকা।  রাফায়েল নাদালের পর সরে গেলেন তিনিও। নিজেই সোশ্যাল মিডিয়ায় সরে যাওয়ার কথা জানান ফেডেরার।

এদিন তিনি লেখেন,” ঘাসের কোর্টে খেলার সময় হাঁটুতে চোট লাগে। সেই কারণেই অলিম্পিক্স থেকে নাম সরিয়ে নিতে বাধ্য হলাম। আমি খুবই দুঃখিত।  সুইজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি। তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি। পরের গ্রীষ্মে যাতে ফিরে আসতে পারি। গোটা সুইজারল্যান্ডের দলকে শুভেচ্ছা। দূরে থাকলেও আমি তোমাদের পাশে আছি।”

২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেডেরারের রয়েছে অলিম্পিক্স পদকও। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন তিনি।

আরও পড়ুন:কভেন্ট্রি সিটি এফসি-তে সই করলেন ব্রাইট

 

Previous articleবুনিয়াদি স্কুল থেকে BCA! এবার উদয়নের নিশানায় নিশীথ
Next articleএখনো ভ্যাকসিন হয়নি মৃৎশিল্পীদের, পুজোর মুখে চিন্তায় কুমোরটুলি