এখনো ভ্যাকসিন হয়নি মৃৎশিল্পীদের, পুজোর মুখে চিন্তায় কুমোরটুলি

তৃতীয় ঢেউ (third wave of coronavirus) আসছেই। এদিকে দুর্গাপূজো় (Durga Puja festival) আসতে আর মাত্র কয়েকটা মাস বাকি। খুব ধুমধাম করে না হলেও গত বছরের মতো এবারও দুর্গাপূজা হচ্ছে এমনটাই আশা পুজো উদ্যোক্তা এবং জনসাধারণের। তাই কোভিড-বিধি (covid protocol) মেনে দুর্গাপুজোর আয়োজন শুরু করে দিয়েছেন কুমোরটুলির (kumartuli ) মৃৎশিল্পীরা। ক্রমশ কাজের তাগিদে পটুয়াপাড়ায় আসতে শুরু করেছেন কারিগর র। কিন্তু সমস্যা হল জেলা থেকে আসা বেশিরভাগ কারিগরই ভ্যাকসিন পাননি। যা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কুমোরটুলিতে। কারণ কুমোরটুলিতে জায়গা কম। ছোট ছোট স্টুডিওতে(small area of studios) ঠাকুর গড়তে হয় । স্বল্প পরিসর ঘিঞ্জি এলাকায় গা ঘেষাঘেষি করে কারিগররা থাকে। কাজ করে। ঠাকুর গড়তে গিয়ে সামাজিক দূরত্ব সবসময় মেনে চলা সম্ভব নাও হতে পারে। তাই সকলেরই প্রতিষেধক পাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।

কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির সাধারণ সম্পাদক বাবু পাল বললেন, ‘‘প্রতিমা তৈরি করতে জেলা থেকে প্রায় ৩০০ জন কারিগর এসে গিয়েছেন। কিন্তু তাঁদের বেশির ভাগই প্রতিষেধক (vaccination) পাননি। তাই দুশ্চিন্তা হচ্ছে। পুরসভার তরফে কুমোরটুলির শিল্পী-কারিগরদের জন্য প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হলে ভাল হয়।’’ কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলছেন, ‘‘কেন্দ্র যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন পাঠাচ্ছে না। আর তাই শহরের টিকাকরণ কেন্দ্রগুলিতে ঠিকমতো প্রতিষেধক দেওয়া যাচ্ছে না। আলাদা করে শিবির করে প্রতিষেধক (vaccination centre) দেওয়া এই মুহূর্তে সমস্যার। তবে পর্যাপ্ত ভ্যাকসিন চলে এল অগ্রাধিকারের ভিত্তিতে কুমোরটুলির শিল্পীদের(artist of kumartuli) ভ্যাকসিন দেওয়া হবে।

Previous articleচোটের কারণে টোকিও অলিম্পিক্স থেকে নাম সরিয়ে নিলেন ফেডেরার
Next articleআমি সোমেন মিত্রের ছেলে বলেই ওনার “ইগো”! অধীরের বিরুদ্ধে বিস্ফোরক রোহন