ফের বকখালিতে ট্রলার ডুবে নিখোঁজ ১০ মৎস্যজীবী

ফের বড়সড় দুর্ঘটনা ঘটল বকখালিতে (Bakkhali)। এবার গভীর সমুদ্র থেকে ফেরার পথে ট্রলার ডুবি (Trolar Drowning)। এই ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে ১০ জন মত্‍স্যজীবী (Fishermen Missing)। ২ জনকে উদ্ধার করা গিয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।

এফবি হৈমবতী নামে একটি ট্রলারে চেপে গভীর সমুদ্রে মাছ ধরতে যান ১২ জন মত্‍স্যজীবী। এরপর খারাপ আবহাওয়ার কারণে ট্রলারটি ফিরে আসছিল। তখনই রক্তেশ্বর চরের কাছে ডুবে যায় ট্রলারটি। অন্য ট্রলারে থাকা মত্‍স্যজীবীরা তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পড়েন। সেখান থেকে ডুবন্ত ট্রলার-সহ দু’জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি ১০ জনের খোঁজ এখনও মেলেনি।

প্রসঙ্গত, সম্প্রতি আরও একটি ট্রলার ডুবে গিয়েছিল
বকখালির কলস দ্বীপের অদূরে। সেখানেও নিখোঁজ ছিলেন ১২ জন মত্‍স্যজীবী। এবারও এককই ঘটনা ঘটলো।

আরও পড়ুন:সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ৩ সন্ত্রাসবাদী, জম্মুর আকাশে ফের উড়ল ড্রোন

 

Previous articleম‍্যাচ গড়াপেটার অভিযোগ উঠল উইম্বলডনে, তদন্তে আন্তর্জাতিক টেনিস সংস্থা
Next articleতালিবানের হামলায় মৃত ১৫ পাক সেনা, বন্দি ৬৩ জন জওয়ান