ইংল্যান্ডে দ্বিতীয় ডিভিশন ক্লাব কভেন্ট্রি সিটি এফসিতে( Coventry city FC )যোগ সই করলেন ব্রাইট এনোবাখারে( Bright Enobakhare)। গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের ( sc east bengal) হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। মাত্র কয়েকদিনেই লাল-হলুদ সমর্থকদের মন কেড়ে ছিলেন তিনি। এফসি গোয়ার ( fc goa) বিরুদ্ধে ব্রাইটের করা গোল চমকে দিয়েছিল সকলকে।

২০১৮-১৯ মরশুমে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লোনে কভেন্ট্রিতে খেলেছিলেন ব্রাইট। ১৮ ম্যাচে ছয় গোল ও তিন অ্যাসিস্ট করেছিলেন তিনি। আর এর জেরে ক্লাবের সেরা যুব খেলোয়াড়ের সুযোগ পেয়েছিলেন ব্রাইট।

“Bright is a very talented footballer who has the ability to turn a game and create opportunities and goals out of nothing.”#PUSB | Mark Robins pic.twitter.com/qtNvihZvYo
— Coventry City (@Coventry_City) July 13, 2021
ব্রাইটের কভেন্ট্রি সিটি এফসি-তে যোগ দেওয়াতে উচ্ছ্বসিত ক্লাবের ম্যানেজার মার্ক রবিনস। কভেন্ট্রির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা খুবই খুশি কভেন্ট্রি সিটিতে ব্রাইটকে আবারও স্বাগত জানাতে পেরে। ব্রাইট অত্যন্ত প্রতিভাবান একজন ফুটবলার, যার ক্ষমতা রয়েছে খেলা ঘুরিয়ে দেওয়ার এবং কোনও কিছু না হওয়া থেকে সুযোগ তৈরি করে নেওয়ার। আমরা উচ্ছ্বসিত আবারও ওর সাথে কাজ করতে পারার জন্য।”

Bright's Back! 🤩
We are delighted to confirm the signing of Bright Enobakhare on a two-year-deal. #PUSB
➡ https://t.co/o7aStehuu3 pic.twitter.com/Q4dHM8J4aZ
— Coventry City (@Coventry_City) July 13, 2021
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

