Thursday, December 18, 2025

পাকিস্তানে বাসের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ, ৯ চিনা নাগরিকসহ মৃত অন্তত ১৩

Date:

Share post:

পাকিস্তানে(Pakistan) এবার বাসের মধ্যে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৩ জনের। মৃতদের তালিকায় রয়েছেন ৯ জন চিনা ইঞ্জিনিয়ার ও ২ পাক সেনা জওয়ান। অনুমান করা হচ্ছে, জঙ্গি হামলার(terror attack) কবলে পড়েছিল এই বাসটি(Bus)। যদিও পাক সরকারের জল ও শক্তি উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার মুখে পড়েছিল ওই বাস।

পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উচ্চ কোহিস্তান জেলার দাসু এলাকায় বুধবার এই দুর্ঘটনা ঘটে। এই এলাকাতেই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় দাসু বাঁধ তৈরির কাজে পাকিস্তানকে সাহায্য করেছিল চিনা ইঞ্জিনিয়াররা। এই বাসে করেই ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীদের কর্মস্থলে নিয়ে আসা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই বাসটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ হয়। এরপর শূন্যে পাক খেয়ে খাদে আছড়ে পড়ে বাসটি। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কীভাবে বাসটিতে বিস্ফোরণ ঘটল? আদৌ এই ঘটনায় জঙ্গি যোগ রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পাক সরকার।

আরও পড়ুন:গেরুয়া আকাশে সূর্যাস্তের মুখে দিলীপ! রাজ্য বিজেপি সভাপতির কাশ্মীর সফর নিয়ে জোর চর্চা

অন্যদিকে, এই ঘটনায় সরাসরি জঙ্গি যোগ রয়েছে এমনটা দাবি করে বিবৃতি পেশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদ বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান। তিনি বলেন, অত্যন্ত কাপুরুষোচিত আক্রমণ এটি। পাশাপাশি তাঁর আরও দাবি, এ ধরনের হামলা চালিয়ে পাকিস্তান এবং প্রতিবেশীদের মধ্যে যে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে, তা থেকে নজর ঘোরানো যাবে না। যদিও পাক সরকারের জনশক্তি উন্নয়ন মন্ত্রকের দাবি দুর্ঘটনার কবলেই পড়েছিল বাসটি।

 

spot_img

Related articles

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...

চাকরি বাতিলের প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ: বন্ধ স্কুল, অচলাবস্থা কাটাতে বৈঠক অনীতের

বুধবার পাহাড়ে নিয়োগ মামলায় ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপরেই...