করোনা নেগেটিভ শংসাপত্র ছাড়া দার্জিলিংয়ে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

দার্জিলিঙে বেড়েছে করোনার দাপট। তাই এবার দিঘার পর এবার দার্জিলিঙে পর্যটক-প্রবেশে বিধিনিষেধ জারি হল। দার্জিলিঙে ভিনরাজ্যের পর্যটকদের ঢোকার ক্ষেত্রে নতুন বিধি চালু করল জেলা প্রশাসন। এখন থেকে ভিনরাজ্যের পর্যটকদের দার্জিলিঙে ঢুকতে হলে দুটি করোনা ভ্যাকসিন নেওয়া থাকতে হবে বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে ঢোকা যাবে না। এমনই নির্দেশ জারি করেছেন  দার্জিলিঙের জেলাশাসক। কিছুদিন আগে সিকিমেও এমন নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দার্জিলিঙে কিছুদিন ধরে করোনার প্রকোপ বেড়েছে। দার্জিলিংয়ের ডি এম এস পন্নমবলম জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেই ভিন রাজ্যের পর্যটকদের প্রবেশে কিছু বিধিনিষেধ জারি হয়েছে। পাহাড়বাসীদের সুস্থ থাকাই এখন প্রথম লক্ষ্য। তাই হোটেল ও পর্যটনের সঙ্গে যুক্ত সকলকেই প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন- দ্রুত করতে হবে রেশন-আধার লিঙ্ক, জেলাশাসকদের সময়সীমা বেঁধে দিল নবান্ন