Wednesday, August 27, 2025

লকডাউন (lockdown) পর্ব মিটলেই কেরিয়ারের (career in Bollywood) এক নতুন পর্বে পা রাখতে চলেছেন বাংলার অভিনেতা টোটা রায়চৌধুরি (Bengali actor tota Roy Chowdhury)। বলিউডি পরিচালক ও প্রযোজক করণ জোহরের (Karan Johar) ছবিতে কাজ করতে চলেছেন টোটা। কিছুদিন আগে পর্যন্ত ফিসফাস ছিল । কিন্তু এখন গোটা ব্যাপারটিতে চূড়ান্ত সিলমোহর পড়ে গিয়েছে। তাই করণের ছবিতে অভিনয়ের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন টোটা । অভিনেতা বললেন, “আমি এ বিষয়ে এখন কিছুই বলতে পারব না। কনট্র্যাক্ট সাইন হয়ে গিয়েছে। এখন আর কোনও কথা বলা যাবে না।”

যদিও টোটা যে এই প্রথম বলিউডে কাজ করছেন তা নয়। এর আগে মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar), প্রদীপ সরকার (Pradeep Sarkar), সুজয় ঘোষের (Sujoy Ghosh) সঙ্গেও তিনি কাজ করেছেন। তবে করণ জোহরের সঙ্গে কাজ এই প্রথম। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। পাঁচ বছর পর আবার পরিচালনায় ফিরছেন করণ। ফলে এটিকে করনের কাম ব্যাক ছবি বলাই যায় । সেই সঙ্গে দীর্ঘ কয়েক বছর পর আবার ছবির দুনিয়ার ফিরছেন অভিনেত্রী জয়া বচ্চন (come back movie of Jaya Bachchan)। এই ছবিতে জয়া বচ্চন এবং টোটা রায়চৌধুরি ছাড়াও থাকছেন বলিউডের স্টার কাপল রণবীর কাপুর(Ranveer Kapoor) এবং আলিয়া ভাট(Alia Bhatt)। করন জোহরের ধর্মা প্রোডাকশন সূত্রে জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস দুয়েকের মধ্যেই এই ছবির জন্য শুটিং শুরু হবে। সম্ভবত প্রথম দিন থেকেই শুটিংয়ে থাকবে টোটা। তাই জনপ্রিয় মেগা সিরিয়াল শ্রীময়ী থেকে সরে যাচ্ছে রোহিত সেন ‘ চরিত্রটি করবেন টোটা। সে কারণেই নাকি ‘শ্রীময়ী’ ধারাবাহিক থেকেও সরে যেতে হচ্ছে তাঁকে।

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version