Friday, January 9, 2026

কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ১৯২ বছরে পা

Date:

Share post:

কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ১৯২তম বর্ষ উদযাপন হল গত ১৩ জুলাই । ভারতে প্রথম স্কটিশ মিশনারি রেভারেন্ড ড. আলেক্সান্ডার ডাফ, রাজা রাম মোহন রায়ের সহায়তায় ১৮৩০ সালে এই মহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যালয় জেনারেল এসেম্বলিজ ইনস্টিটিউশন শুরু করেছিলেন । যা কালক্রমে স্কটিশ স্কুল ও কলেজ নামে বিশাল মহীরুহে পরিণত। এর সুদীর্ঘ ঐতিহ্য শত শত ছাত্রের বিরল কৃতিত্বে উজ্জ্বল ।
স্কুলের জন্মদিনে এর প্রাক্তনী সংসদ দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এলুমনি এসোসিয়েশন এদিন স্কুল প্রাঙ্গনে ১২ তম বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করেছিল । স্কুলের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রাক্তনী ও স্কটিশ পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে কোভিড ১৯ প্রতিরোধে প্রথম ডোজের টিকাকরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
এদিন ২৭ জন প্রাক্তনী ও তাঁদের পরিবারের সদস্যরা রক্ত দান করেন। টিকা নেন ২৩৫ জন। এইদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতার মহামান্য বিশপ ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দ্য রাইট রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিং তাঁর প্রার্থনা দিয়ে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক রেভারেন্ড বিশ্বজিৎ বিশ্বাস। প্রথম টিকাটি তাঁকেই দেওয়া হয়। এই উপলক্ষ্যে স্কুলের যে সমস্ত ছাত্র, শিক্ষাকর্মীরা তাদের পরিবারের সদস্যদের কোভিডের কারণে হারিয়েছেন তাঁদের হাতে প্রাক্তনীদের পক্ষ থেকে সামান্য অর্থ সাহায্য তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক বিভাস সানিয়েল। এই পরিবারগুলির ছাত্রদের স্কুলে পড়াশোনার যাবতীয় খরচের ভার নেবে স্কুল, এই প্রতিশ্রুতি দেন প্রধান শিক্ষক সানিয়েল।
স্কুলের প্রাক্তনীদের ১৯৭৬ সালের ব্যাচ থেকে একটি চেক তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে। এদিন প্রাক্তনী সংসদের সভাপতি ও প্রাক্তন শিক্ষক নিমাই চাঁদ দে সহ উপস্থিত অতিথিদের সংবর্ধিত করা হয়। সমগ্র আয়োজনটি সুষ্ঠ ভাবে পরিকল্পনা ও আয়োজন করায় সঞ্জয় সিংহ রায় ও তার ১৯৮৬ বন্ধুদের দল এবং প্রবীর কুমার পাল, সম্রাট পাল ও তার ১৯৯১ সালের বন্ধুরা এবং টিম এলুমনির সদস্যদের আন্তরিক অবদান ও দূরদূরান্তে ছড়িয়ে থাকা স্কুলের প্রাক্তনীদের সাহায্য বিশেষ করে উল্লেখ করেন সম্পাদক অধ্যাপক ড. চন্দন কুমার পাল।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...