অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির বোর্ডের সদর দফতর কলকাতা থেকে সরানোর প্রতিবাদে তৃণমূল

অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির(ordnance factory) বোর্ডের সদর দফতর কলকাতা থেকে স্থানান্তর করছে কেন্দ্রীয় সরকার(Central government)। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি(INTTUC)। বুধবার দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরির সামনে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলো আইএনটিটিউসির।

আরও পড়ুন:ফের দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের কনভয়, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সাংসদ অধ্যাপক সৌগত রায়(Saugata Roy) ও আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়(Ritabrata Banerjee)।

 

Previous articleকলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ১৯২ বছরে পা
Next articleআগামী পাঁচ বছরের জন‍্য বার্সাতেই মেসি,  দাবি স্প্যানিশ মিডিয়ার