Friday, August 22, 2025

বিধিনিষেধ না মানলে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়ে সব রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

করোনায়(Covid) দেশবাসীর গা-ছাড়া মনোভাব দেখে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তৃতীয় ঢেউয়ের(third wave) আতঙ্ক যখন ঘাড়ের কাছে নিশ্বাস ফেলতে শুরু করেছে তখন পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে ময়দানে নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(home ministry)। তৃতীয় ঢেউ রুখতে এবার দেশের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি পাঠানো হলো। কড়া সুরে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, গাছাড়া মনোভাব অবিলম্বে বন্ধ করতে হবে। কোন ব্যক্তি বিধিনিষেধ না মানলে আইন মেনে তার বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোভিড বিধি পালন করা হচ্ছে না এমন যেকোন জায়গায় ফের কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করতে হবে, এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লা। চিঠিতে বলা হয়েছে, দেশের বহু জায়গাতেই করোনার বিধি নিষেধ পালনে গাছাড়া ভাব তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহন ক্ষেত্র এবং জমায়েত পূর্ণ এলাকাগুলিতে। সামাজিক দূরত্ব পালন না করে ভিড় জমছে বাজারগুলিতে। অবিলম্বে রাজ্য সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

আরও পড়ুন:কংগ্রেসের শঙ্কর মালাকার যোগ দিচ্ছেন তৃণমূলে ? জোর জল্পনা

চিঠিতে আরও বলা হয়েছে বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে রাজ্য সরকারের উচিত অবিলম্বে পরিস্থিতির দিকে নজর দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। উল্লেখ্য, দেশে যে করোনার তৃতীয় ঢেউ আছে সে কথা উল্লেখ করে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক।

 

spot_img

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...