কংগ্রেসের শঙ্কর মালাকার যোগ দিচ্ছেন তৃণমূলে ? জোর জল্পনা

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার তৃণমূলে যোগ দিচ্ছেন? উত্তরবঙ্গ জুড়ে আপাতত এই জল্পনা৷ শোনা যাচ্ছে, বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে তিনি না’কি হাতে তুলে নেবেন তৃণমূল পতাকা৷ কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায়ের পর এবার শঙ্কর মালাকারও তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে৷ শঙ্কর মালাকার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি’র পাশাপাশি এআইসিসি’র সদস্যও।

২১ জুলাইয়ের আগেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হতে পারে বলে খবর। শিলিগুড়ির শঙ্কর মালাকারের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াও প্রায় চূড়ান্ত৷ চর্চা চলছে মালাকার ওখানে সংগঠনের কিছু দায়িত্ব পেতে পারেন৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

 

শঙ্কর মালাকার সত্যিই তৃণমূলে যোগ দিলে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে কংগ্রেসের সংগঠন আর থাকবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস রাজনীতিতে শঙ্কর মালাকার বরাবরই ছিলেন সোমেন মিত্রের ঘনিষ্ঠ৷

Previous articleস্ত্রীকে মেরে বাড়িতেই পুঁতে সাত দিন ধরে মদ খেয়ে হুল্লোড়, গ্রেফতার স্বামী
Next articleবিধিনিষেধ না মানলে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়ে সব রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের