Sunday, December 28, 2025

“দিদি ও দিদি”-র জবাবে এবার “মোদি ও মোদি” স্লোগান, ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

Date:

Share post:

একুশের নির্বাচনে ল্যান্ড স্লাইড ভিক্ট্রি হয়েছে তৃণমূলের (Tmc) । দুই অঙ্কে আটকে গিয়েছে বিজেপি (Bjp) স্কোর। কিন্তু ভোট প্রচারের সময় বিজেপির মঞ্চ থেকে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উদ্দেশ্যে “দিদি ও দিদি” বলে যে ব্যঙ্গ করেছিলেন, সেটা ভুলতে পারেননি দলীয় সাংসদরা। এবার তাই পাল্টা স্ট্র্যাটেজি নিয়েছে তৃণমূল। সেটা দেখা যাবে আগামী লোকসভা অধিবেশনেই।

বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে নরেন্দ্র মোদি বিজেপির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন কটাক্ষ করেছিলেন। ব্যঙ্গাত্মক সুরে “দিদি, ও দিদি” স্লোগান দিয়েছেন। যদিও নির্বাচনী ফলে প্রমাণ হয়েছে বাংলার বেশির ভাগ মানুষ ব্যঙ্গ মোটেই ভালোভাবে নেয়নি। বিজেপির বাংলা দখলের স্বপ্ন চুরমার হয়েছে। কিন্তু কোথাও যেন বাকি রয়ে গিয়েছে, “দিদি, ও দিদি”-র প্রতিশোধ। এবার তাই সংসদ ভবনে ভরা সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে “মোদি ও মোদি” স্লোগান তুলবেন তৃণমূল সাংসদরা। সংসদে প্রধানমন্ত্রীকে ঢুকতে দেখলেই এই স্লোগান তুলবেন তাঁরা। তৃণমূলের সূত্রের
খবর, এই স্লোগান দিলেও, তাঁদের স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে পারবে না বিজেপি। কারণ তাঁরা নরেন্দ্র মোদি বলবেন না; বলবেন, “মোদি, ও মোদি”। সেটি নীরব মোদি বা ললিত মোদিও হতে পারেন। তবে এই স্লোগান যাঁর উদ্দেশ্যে তিনি ঠিক বুঝবেন।

তৃণমূলের কথায়, রাজনীতির ময়দানে নেমে সৌজন্যে সব সীমা লঙ্ঘন করেছিলেন নরেন্দ্র মোদি। ভুলে গিয়েছিলেন তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্যভাবে আক্রমণ করেছিলেন। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে “দিদি, ও দিদি” স্লোগান তুলেছিলেন। যা বাংলার মানুষ মোটেই ভালোভাবে নেয়নি। এবার সংসদে দাঁড়িয়েই তার জবাব পেতেই হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল সাংসদরা।

 

spot_img

Related articles

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সুড়ঙ্গে আটকে মেট্রো, রবিবার লাইন ধরে হেঁটে প্ল্য়াটফর্মে যাত্রীরা!

ফের ছুটির দিনে মেট্রোতে ভোগান্তি। রবিবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Blue Line metro) ফের যান্ত্রিক গোলযোগে...