মোর্চার সভাপতি পদে ইস্তফা বিনয় তামাং-এর, যোগ দিচ্ছেন তৃণমূলে? পাহাড় জুড়ে চর্চা

গোর্খা জনমুক্তি মোর্চা-র বা GJM-এর সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিনয় তামাং। সূত্রের খবর, দলের প্রাথমিক সদস্যপদও তিনি ছেড়ে দিয়েছেন৷ পাহাড়ের রাজনৈতিক সমীকরণ এবার বদলে যাওয়ার মুখে৷ সূত্রের খবর, বিনয় তামাং তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। পাহাড়ে তৃণমূল সংগঠন তিনি শক্তিশালী করবেন।

জানা গিয়েছে, মোর্চা নেতা অনীত থাপাকে চিঠি লিখে পদ ছেড়েছেন বিনয় তামাং৷ পাহাড়- রাজনীতিতে অনীতের সঙ্গে অনেকদিন ধরেই খারাপ সম্পর্ক বিনয় তামাংয়ের। এই চিঠিতে নির্বাচনে দলের ব্যর্থতার সব নিজের কাঁধে দায় নিয়ে দলের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করলেন তিনি। তবে পাশাপাশি জানিয়েছেন, এখনই তিনি রাজনীতি ছাড়ছেন না৷ এই ইস্তফার পরই প্রশ্ন উঠেছে, তাহলে বিমল গুরুংয়ের হাতে দলের দায়িত্বভার তুলে দিলেন বিনয়?

বৃহস্পতিবার মিডিয়ার সামনে বিনয় তামাং বলেন, ‘”সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে আমরা ৩ আসনে প্রার্থী দিয়েছিলাম। কিন্তু তার মধ্যে ২টো আসনে হেরে যাই। সেই হারের কথা মাথায় রেখে আজ আমি সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখনই রাজনীতি ছাড়ছি না। পরবর্তী রাজনৈতিক সফর কেমন হবে সেটা সময়ই বলবে।”

আরও পড়ুন- এক ক্লিকেই বিপদমুক্ত, সাপের কামড়ে অ্যান্টিভেনমের হদিশ দেবে রাজ্যের অ্যাপ

Previous articleএক ক্লিকেই বিপদমুক্ত, সাপের কামড়ে অ্যান্টিভেনমের হদিশ দেবে রাজ্যের অ্যাপ
Next articleপ্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পাকাপোক্ত ছাউনি বানিয়েছে চিন, বেজায় ক্ষুব্ধ দিল্লি