১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা (India-srilanka)একদিনের সিরিজ। সেই সফরে ভারতীয় দলে অধিনায়ক হয়েছেন শিখর ধাওয়ান( shikhar dhawan)। নতুন দায়িত্বে উচ্ছসিত গব্বর। একজন অধিনায়কত্ব যা করণীয় তাই এই সিরিজে করতে চান ধাওয়ান। দলকে প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার আগে দলকে ঐক্যবদ্ধ করে তোলাই লক্ষ্য বাঁ-হাতি ওপেনারের।

এদিন এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেন,” ভারতীয় দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করার মতো বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব দলকে ঐক্যবদ্ধ করে তোলা। সবাই যেন খোলা মনে খেলার সুযোগ পায়। সেই পরিবেশই তৈরি করা আমার লক্ষ্য।”

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। দলে রয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটার। দল নিয়ে আশাবাদী শিখর। আর রাহুল দ্রাবিড়কে কোচ পাওয়া নিয়ে ধাওয়ান বলেন,” রাহুল ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়া খুবই ভাল। রঞ্জি ট্রফি খেলার সময় ওর বিরুদ্ধে অভিষেক হয়েছিল আমার। তখন থেকেই আমাদের পরিচয়। ভারতীয় ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলার সময় আমিই ছিলাম অধিনায়ক আর রাহুল ভাই কোচ। এ বারও বিষয়টি একই রকম। আমাদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হবে না।”

আরও পড়ুন:ভারতীয় দলে করোনার থাবা, আক্রান্ত টিম ইন্ডিয়ার এক ক্রিকেটার

