Sunday, January 11, 2026

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পাকাপোক্ত ছাউনি বানিয়েছে চিন, বেজায় ক্ষুব্ধ দিল্লি

Date:

Share post:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা (line of actual control) মাত্র কয়েক কিলোমিটার দূরে। আর সেখানেই পরপর পাকাপোক্ত সেনাছাউনি (concrete army camp) বানিয়ে ফেলেছে চিন। ভারত-চিন সীমান্তে (Indo China border) নজরদারি বাড়াতে এবং নিয়ন্ত্রণরেখায় (line of control) নতুন করে অশান্তি সৃষ্টি করতে এই পদক্ষেপ বলে মনে করছে দিল্লি। অতি সম্প্রতি দু’দেশের বিদেশমন্ত্রী (Central foreign minister s Jaishankar) মুখোমুখি হয়ে পারস্পরিক শান্তি স্থাপনের বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারই মধ্যে চিনের এই পদক্ষেপ বেজায় চিন্তায় ফেলেছে দিল্লিকে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত-চিন সীমান্তের কাছে নাকু লাতে এই ধরনের বেশ কয়েকটি কংক্রিটের ক্যাম্প তৈরি করেছে চিন। পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশেও এই ধরনের কংক্রিটের ক্যাম্প নজরে পড়েছে। শুধুমাত্র সেনাদের থাকার জন্য কংক্রিটের ঘরই নয়, পাকা রাস্তাও তৈরি করেছে বেজিং। আর এই পরিস্থিতিতে সীমান্তে আরও কড়া নজরদারি শুরু করেছে ভারত। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চির এই ছাউনি গুলিতে সেনাবাহিনী এনে জড়ো করছে। যাতে প্রয়োজন পড়লেই দ্রুত সীমান্তে পৌঁছে যাওয়া যায়।

সেই সঙ্গে এমন আশঙ্কাও করা হচ্ছে যে, এই ছাউনি গুলি থেকে অতর্কিতে হামলা চালাতে পারে চিন। এদিকে অতি সম্প্রতি তাজিকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়ঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক করার ক্ষেত্রে সায় দিয়েছেন তাঁরা দু’জনেই। বৈঠকের পর টুইট করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ‘স্টেটাস কো-র পরিবর্তন কখনই গ্রহণযোগ্য নয়।’ এ কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও চিন প্রতিশ্রুতি ভঙ্গ করায় বেজায় ক্ষুব্ধ দিল্লি।

 

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...