শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, স্টাফ স্পেশ্যাল ট্রেনে বিশেষ ছাড় পরীক্ষার্থীদের

করোনা (Covid-19) মহামারী আবহেই আগামী, শনিবার রাজ্যের প্রথম অফলাইন পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance Examination) অনুষ্ঠিত হতে চলেছে। ওইদিন সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে প্রবেশিকা পরীক্ষা।

কিন্তু রাজ্যজুড়ে বিধি-নিষেধের মধ্যে পরীক্ষাথীরা কীভাবে পৌঁছবেন নিজেদের কেন্দ্রে? মুশকিল আসান করতে স্টাফ স্পেশাল ট্রেনে (Staff Special Train) পরীক্ষার্থী ও অভিভাবকদের ওইদিন বিশেষ ছাড় দেবে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের (Sealdah) ডিআরএম এসপি সিং (DRM SP Singh) জানিয়েছেন, টিকিট কেটে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা শনিবার ট্রেনে সফর করতে পারবেন। প্রত্যেক স্টেশনের কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যের টিকিট মিলবে। তবে সেক্ষেত্রে জয়েন্টের অ্যাডমিট দেখিয়ে টিকিট কাটতে হবে।

আরও পড়ুন- মোর্চার সভাপতি পদে ইস্তফা বিনয় তামাং-এর, যোগ দিচ্ছেন তৃণমূলে? পাহাড় জুড়ে চর্চা

Previous articleপ্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পাকাপোক্ত ছাউনি বানিয়েছে চিন, বেজায় ক্ষুব্ধ দিল্লি
Next articleNHRC-এর রিপোর্টে তৃণমূল নেতা-মন্ত্রীরা ‘কুখ্যাত অপরাধী’, দাবি CBI তদন্তেরও