Friday, November 28, 2025

দলত্যাগ করেও সাংসদ পদে ইস্তফা নয় কেন? শিশির-সুনীলকে স্পিকারের জবাব তলব চিঠি

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দুই সাংসদ শিশির অধিকারী ও সুনীল মণ্ডলকে অবশেষে নোটিশ ধরাল লোকসভার সচিবালয়। সচিবালয় সূত্রে খবর, দলত্যাগ বিরোধী আইনের পরিপ্রেক্ষিতেই কাঁথি ও পূর্ব বর্ধমানের দুই সাংসদকে নোটিশ দেওয়া হয়েছে। বাদল অধিবেশন শুরু হওয়ার মাত্র ৪দিন আগে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে নিশ্চিত তাৎপর্যপূর্ণ। ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে দুজনকে।

বিধানসভা ভোটের বেশ কয়েক সপ্তাহ আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে পূর্ব মেদিনীপুরের মঞ্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। অন্যদিকে কাঁথির সাংসদ শিশির অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যোগ দিয়ে শুভেন্দুকে সরাসরি সমর্থন করেন। শুধু তাই নয় শিশির প্রকাশ্যে জানান, তিনি আর তৃণমূলে নেই। দলত্যাগ করে বিজেপিতে যোগ দিলেও দুই সাংসদ কিন্তু সাংসদ পদ ছাড়েননি। আর ঠিক এই কারণেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন। জানতে চান, কেন দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া এই দুই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা হবে না! মূলত তৃণমূলের পর পর চিঠি এবং লাগাতর সরব হওয়ার কারণে চাপে পড়েই স্পিকার দুই সাংসদকে নোটিশ পাঠাতে বাধ্য হলেন। দেখার বিষয়, প্রত্যুত্তরে কী লেখেন দুই সাংসদ।

তবে রাজনৈতিকমহল মনে করছে, আসলে এর পিছনে সুকৌশলী চাল রয়েছে। রাজ্য বিধানসভায় বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছে বিজেপি। বিজেপি বিধায়ক হিসাবেই বিধানসভায় মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা হয়েছে। শিশির-সুনীলকে নোটিশ ধরানোর পর মুকুল রায়ের বিরুদ্ধে বিজেপির আওয়াজ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- NHRC-এর রিপোর্টে তৃণমূল নেতা-মন্ত্রীরা ‘কুখ্যাত অপরাধী’, দাবি CBI তদন্তেরও

spot_img

Related articles

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...