Monday, August 25, 2025

এমাসের শেষেই দিল্লি সফর মমতার, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Date:

চলতি মাসের শেষ সপ্তাহেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা নিজেই জানান সেকথা। সময় পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kobind) সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর। সূত্রের খবর, ২৫ জুলাই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন তিনি। ২৫ জুলাই বিকেলে দিল্লি রওনা হবেন।

দিল্লিতে তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে। সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “সংসদে (Parliament) অধিবেশন চলার সময় প্রতিবারই দিল্লি যাই”। এবার ওই সময় সংসদের বাদল অধিবেশন চলবে।সেখানে কেন্দ্রের বিরোধী নেতাদের সঙ্গে তৃণমূল নেত্রীর আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে।  মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে গেলে অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। করোনা পরিস্থিতিতে এবং নির্বাচনের কারণে অনেকদিন সেখানে যাওয়া হয়নি।

নবান্নে এসে তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কৃষক নেতারা। দিল্লির সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রের তিন কৃষি আইনে বিরুদ্ধে দীর্ঘ কয়েকমাস ধরে অবস্থান চালাচ্ছেন কৃষকরা। সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গেও দেখা করতে যেতে পারেন মমতা।

এবার দিল্লি-সহ দেশের বিভিন্ন অংশের পালিত হবে একুশে জুলাই-এর অনুষ্ঠান। বাংলায় ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে তৃণমূল সুপ্রিমোকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি-বিরোধী অনেক নেতা-নেত্রীই। দিল্লি গেলে তাঁরা মমতাকে সামনাসামনি সংবর্ধনা দিতে পারেন বলে সূত্রের খবর। বাংলায় বিজেপিকে (Bjp) ধুলিস্যাৎ করে এবং কেন্দ্রে সরকারের বিরোধিতা করে বিজেপি বিরোধী শক্তির মুখ হয়ে উঠেছেন মমতা। এই পরিস্থিতিতে সংসদে অধিবেশন চলাকালীন তাঁর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- দ্রুত উপনির্বাচনের দাবিতে কমিশনের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট সুদীপরা, দ্রুত ভোট চান মমতাও

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version