Sunday, November 9, 2025

এমাসের শেষেই দিল্লি সফর মমতার, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Date:

চলতি মাসের শেষ সপ্তাহেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা নিজেই জানান সেকথা। সময় পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kobind) সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর। সূত্রের খবর, ২৫ জুলাই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন তিনি। ২৫ জুলাই বিকেলে দিল্লি রওনা হবেন।

দিল্লিতে তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে। সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “সংসদে (Parliament) অধিবেশন চলার সময় প্রতিবারই দিল্লি যাই”। এবার ওই সময় সংসদের বাদল অধিবেশন চলবে।সেখানে কেন্দ্রের বিরোধী নেতাদের সঙ্গে তৃণমূল নেত্রীর আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে।  মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে গেলে অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। করোনা পরিস্থিতিতে এবং নির্বাচনের কারণে অনেকদিন সেখানে যাওয়া হয়নি।

নবান্নে এসে তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কৃষক নেতারা। দিল্লির সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রের তিন কৃষি আইনে বিরুদ্ধে দীর্ঘ কয়েকমাস ধরে অবস্থান চালাচ্ছেন কৃষকরা। সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গেও দেখা করতে যেতে পারেন মমতা।

এবার দিল্লি-সহ দেশের বিভিন্ন অংশের পালিত হবে একুশে জুলাই-এর অনুষ্ঠান। বাংলায় ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে তৃণমূল সুপ্রিমোকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি-বিরোধী অনেক নেতা-নেত্রীই। দিল্লি গেলে তাঁরা মমতাকে সামনাসামনি সংবর্ধনা দিতে পারেন বলে সূত্রের খবর। বাংলায় বিজেপিকে (Bjp) ধুলিস্যাৎ করে এবং কেন্দ্রে সরকারের বিরোধিতা করে বিজেপি বিরোধী শক্তির মুখ হয়ে উঠেছেন মমতা। এই পরিস্থিতিতে সংসদে অধিবেশন চলাকালীন তাঁর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- দ্রুত উপনির্বাচনের দাবিতে কমিশনের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট সুদীপরা, দ্রুত ভোট চান মমতাও

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version