মুকুলকে ‘টাইট’ দিতে রাজ্যসভা ভোটে প্রার্থী দিতে চায় বিজেপি’র একাংশ

রাজ্যসভার নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বিজেপি৷

হার নিশ্চিত জেনেও প্রার্থী দেওয়ার কারণ অন্য৷ প্রার্থীর হার-জিত নিয়ে নয়, বিজেপির মূল টার্গেট মুকুল রায়৷ রাজ্যসভার উপনির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার পরই হুইপ জারি করবে বিজেপি পরিষদীয় দল৷ সেই হুইপ প্রযোজ্য হবে কৃষ্ণনগর-উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জয়ী মুকুল রায়ের ক্ষেত্রেও৷ মুকুল রায় দলীয় হুইপ অমান্য করে ‘অন্য’ প্রার্থীকে ভোট দেবে বলেই আশা করছে বিজেপি৷ মুকুল রায় দলীয় হুইপ অমান্য করলে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হতে পারে। তাহলেই তাঁকে খোয়াতে হবে বিধায়ক পদ৷

নির্বাচন কমিশন ভোট-নির্দেশিকা জারি করার কয়েক ঘন্টার মধ্যেই এতখানি ভেবে ফেলেছে রাজ্য বিজেপি ৷ এখন গোটা বিষয়টি নির্ভর করছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপর৷ দল অনুমতি দিলে একশো শতাংশ নিশ্চিত হার জেনেও রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিতে পারে পদ্ম-শিবির৷ প্রার্থী দেওয়ার কারণ একটাই, মুকুল রায়কে ‘শিক্ষা’ দেওয়া৷

তবে পরিষদীয় আইন বিশেষজ্ঞদের বক্তব্য, রাজ্যসভার নির্বাচন বিধানসভার নিয়ন্ত্রণে হয়না৷ এই নির্বাচন করে জাতীয় নির্বাচন কমিশন৷ সেই নির্বাচনে কোনও দলের কোনও নির্বাচিত বিধায়ক দলের হুইপ না মানলে বিধানসভার স্পিকার কারও সদস্যপদ খারিজ করতে পারেন কিনা তা নিয়ে কোথাও কিছু স্পষ্ট বলা নেই৷ গৈটা দেশে এই ধরণের ঘটনা আগে কখনও ঘটেনি৷ ফলে সেই নজিরও এক্ষেত্রে তুলে ধরা যাবেনা৷ এর অর্থ, মুকুল রায় যদি হুইপ অমান্য করেন, তাহলেও তাঁর সদস্যপদ খারিজ করা সহজ ব্যাপার নয়৷

প্রসঙ্গত, তৃণমূলের রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী পদত্যাগ করায় একটি আসন শূণ্য হয়েছে৷ খালি হওয়া সেই রাজ্যসভার আসনে আগামী ৯ আগস্ট উপনির্বাচন হবে বলে শুক্রবার জানিয়েছে নির্বাচন কমিশন ৷ আর তার পর থেকেই মুকুল রায়কে ‘টাইট’ দেওয়ার সলতে পাকাতে শুরু করেছে বিজেপি৷

আরও পড়ুন- RICESMART: কর্মপ্রার্থীদের দুনিয়ায় হাজির মুশকিল আসান

 

Previous articleলগ্নিকারীর চুক্তিতে সই করবে না ইস্টবেঙ্গল! একজোট কর্মসমিতির সদস্যরা
Next articleমমতার সফরের মাঝেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে দিল্লি যাচ্ছে বিজেপি বাহিনী