মমতার সফরের মাঝেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে দিল্লি যাচ্ছে বিজেপি বাহিনী

২০২৪- এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিরোধী ঐক্যে শান দিতে চলতি মাসেই দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই সফরে রাষ্ট্রপতি(president) ও প্রধানমন্ত্রীর(Prime Minister) সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এদিকে মমতার দিল্লি সফরের মাঝেই রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে বিজেপির(BJP) পরিষদীয় দল। শুক্রবার বিধানসভায় এমনটা জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

বিধানসভা নির্বাচনের শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে। যেনতেন প্রকারে সরকারকে সমস্যায় ফেলতে চলছে নানান ধরনের ষড়যন্ত্র। সম্প্রতি রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে দিল্লি সফর সেরে এসেছেন শুভেন্দুরা। বিজেপিকে এদিক থেকে যোগ্য সঙ্গ দিয়ে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। এরই মাঝে ভ্যাকসিন কান্ড ও পিএসি চেয়ারম্যান মুকুল রায়কে বসানোর নিয়েও সরকারের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া বাহিনী। রাজ্যপালের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সমস্ত জায়গায় চলছে অভিযোগ জানানোর পর্ব। এবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে আবেদন জানানো হয়েছে। জানা যাচ্ছে, মমতার দিল্লি সফরের মাঝেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে যাবে রাজ্য বিজেপির পরিষদীয় দল। তবে মমতার সফরের মাঝেই বিজেপির এই সফর নিয়ে রাজনৈতিক মহলের অনুমান, মমতা দিল্লি থাকাকালীন রাষ্টপতির কাছে বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় তারা।

আরও পড়ুন:মুকুলকে ‘টাইট’ দিতে রাজ্যসভা ভোটে প্রার্থী দিতে চায় বিজেপি’র একাংশ

অন্যদিকে পিএসি চেয়ারম্যান পদ থেকে মুকুলকে সরাতে বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। শুক্রবার সেই আবেদনের শুনানিতে আরও বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন স্পিকার। সেই সমস্ত তথ্য জমা দেওয়ার পর ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। স্পিকারের কাছে আবেদন জানালেও এ বিষয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে।

 

Previous articleমুকুলকে ‘টাইট’ দিতে রাজ্যসভা ভোটে প্রার্থী দিতে চায় বিজেপি’র একাংশ
Next articleকলকাতায় পা রাখলেন মহামেডান কোচ আন্দ্রে চেরনেশোভ