Thursday, August 21, 2025

ভুয়ো ইডি অফিসার সেজে এক ব্যক্তি প্রতারণার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। জানা গিয়েছে, তাকে ফোন করে এক ব্যক্তি ভুয়ো ইডি অফিসার বলে নিজেকে পরিচয় দেন। বছর ৩৮ এর ওই ব্যক্তি শান্তনু মিত্র নামে ফোন করে ইডি অফিসার পরিচয়ে। অভিযুক্তের আসল নাম চন্দন রায়। দমদমের ১৬৯, গোরক্ষবাসী লেনের বাসিন্দা । এই ব্যক্তির বাবার নাম সুবীর কুমার রায়। এই ঘটনায় লালবাজারে অভিযোগ দায়ের করেছেন সাংসদ শান্তনু সেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির -১৭০ /৪১৯ /৩৮৪ /৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

শহরে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভুয়ো আইপিএস অফিসার দেবাঞ্জন দেব। ভুয়ো সিবিআই অফিসার শুভদীপকেও গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো সিবিআইয়ের আইনজীবী পরিচয় দেওয়া ব্যক্তি সনাতনকেও গ্রেফতার করেছে পুলিশ। শহর জুড়ে ভুয়ো পরিচয়ে দিয়ে মানুষককে প্রতারণা করছেন এরা। এ প্রসঙ্গে শান্তনু সেন বলেন , ‘‌এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(‌‌ইডি‌) অফিসার পরিচয়ে আমায় এক ব্যক্তি ফোন করে। ফোন করে প্রতরণা করার চেষ্টা চালায়। ইডি অফিসার পরিচয়ে ওই ব্যক্তি আমার থেকে টাকা চায়। ওই ব্যক্তি আমায় বলে ইডি সংক্রান্ত বিভিন্ন কাজে সাহায্য করবে। এবিষয়ে আমার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি লালবাজারে জানাই। অভিযোগ পেয়েই লালবাজারের গোয়েন্দারা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।’
অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা। ভুয়ো ইডির পরিচয় দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা। তাকে ধর্মতলার ১২বি বাসস্ট্যান্ডের সামনে থেকে গ্রেফতার করা হয় । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। এর পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েও তদন্ত করে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ওই ব্যক্তি ভুয়ো ইডি অফিসার সেজে আরও কতজনের সঙ্গে প্রতারণা করেছ সে বিষয়েও খোঁজ করছে পুলিশ। দ্রুত বিষয়টি জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা ।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version