Tuesday, August 26, 2025

করোনা বিধি ভেঙে দেদার পার্টি- হুল্লোড়, কাঠগড়ায় হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল

Date:

এবার মহানগরীর (Kolkata) আরও এক অভিজাত হোটেল (covid protocol) কোভিড বিধি নস্যাৎ করে নাচ-গান হৈ-হুল্লোড় করে রাতভর পার্টিতে মেতে রইল । পার্ক হোটেল(the park Hotel) এর পর এবার কোভিড বিধি ভঙ্গ করে কাঠগড়ায় হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল(Hotel Hindustan international)। মধ্য কলকাতার এই চূড়ান্ত অভিজাত হোটেল টি রাজ্য সরকারের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সঙ্গে প্রচুর লোকের জমায়েত তো করেছি করেছেই। পাশাপাশি আবগারি দফতরের নিয়ম ভেঙে রাত আটটার পরও মদের ফোয়ারা ছুটিয়েছে।  উপলক্ষ ছিল একটি জন্মদিনের পার্টি। পার্টিটি ছিল গত ১০ জুলাই মিন্টো পার্কে হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে । জানা গিয়েছে, ওই জন্মদিনের পার্টিতে ৫০ জনের বেশি লোকজন হাজির হয়েছিলেন হোটেলে। অথচ রাজ্যে বর্তমানে যে বিধি-নিষেধ জারি রয়েছে তাতে ৫০ জনের বেশি লোকের জমায়েত হওয়া উচিৎ নয়। এ ছাড়া রাজ্যের আবগারি দফতরের স্পষ্ট নির্দেশিকা রয়েছে, রাত ৮টার পর মদ পরিবেশন করা যাবে না। অভিযোগ, এই হোটেলের পার্টিতে ৮ টার পরও দেদার মদ পরিবেশন করা হয়েছে। আর জানা গিয়েছে এই হোটেলে এই ঘটনা শুধুই একদিন নয়। আগেও বেশ কয়েকবার তারা কোভিড প্রটোকল ভেঙেছে । গোপন সূত্র মারফত আবগারি দফতরের আধিকারিকদের কাছে এই খবর ছিল যে এখানে কোভিড বিধি মোটেই মানা হচ্ছে না। তাই সূত্র মারফত খবর পেয়েই হোটেলে হানা দেন তাঁরা রাজ্যের আবগারি দফতরের আধিকারিকরা। সেখানেই হাতেনাতেই ধরে ফেলেন সকলকে।

এই ঘটনার জেরে হোটেলের ম্যানেজারকে তলব করা হয়েছে। জানা গিয়েছে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে করোনা বিধি ভঙ্গ করার অপরাধে হোটেল কর্তৃপক্ষের লাইসেন্সও বাতিল করে দেওয়া হতে পারে।

 

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version