Thursday, November 6, 2025

বার্লার চার্মুচির বহুতল, চা বাগানের বাড়ি নিয়ে তদন্তের দাবি বিজেপির আদি নেতাদের

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার ডুয়ার্সের চামুর্চির মোড়ে বহুতল ও লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়ি নিয়ে এবার তদন্তের দাবি তুললেন বিজেপির আদি নেতারা। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বাড়ি জলপাইগুড়ির লক্ষ্মীপাড়া চা বাগানে। তিনি একসময় ওই চা বাগানেরই শ্রমিক ছিলেন। অভিযোগ, সরকারি লিজের জমিতে তিনতলা বাড়ি তৈরি করেছেন মোদির মন্ত্রিসভার সংখ্যালঘু বিষয়ক রাষ্ট্রমন্ত্রী। বঙ্গ-বিজেপির আদি নেতাদের দাবি, মানুষের কাছে দলের স্বচ্ছতা তুলে ধরতে আসল বিষয়টি জনসমক্ষে নিয়ে আসা উচিত। দল খোঁজ নিক, কথা বলুক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে।

এ বিষয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া গঙ্গাপ্রসাদ শর্মা। আলিপুরদুয়ারের প্রাক্তন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা প্রশ্ন তোলেন ওই বাড়ি তৈরির টাকার উৎস নিয়ে। চামুর্চিতে বার্লার বহুতল নির্মাণের বিষয় নিয়ে তৃণমূলের জলপাইগুড়ির জেলা সভাপতি কিষাণ কল্যাণীর অভিযোগ, সরকারি জমিতে ওই বিল্ডিং নির্মাণ হচ্ছে। ইতিমধ্যেই কিষাণ জেলাশাসক মৌমিতা গোদারা বসুর কাছে এ বিষয়ে অভিযোগ জানান। তৃণমূলের অভিযোগ পাওয়ার পরেই জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার দফতরকে তদন্তের নির্দেশ দেন। ভূমিদফতরের আধিকারিকরা তদন্ত করে জানায়, জমিটি পূর্তদফতরের। এরপরই জেলাশাসক ওই নির্মাণের বিরুদ্ধে পূর্তদফতরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অবশ্য এ বিষয় এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি জন বার্লার।

আরও পড়ুন-করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক রাজ্য, পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে রাখতে চায় নবান্ন

যদিও ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি নেতৃত্বের পাল্টা অভিযোগ, জন বার্লা মন্ত্রী হয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে তৃণমূল রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশপাশি সাধারণ মানুষও এ নিয়ে প্রশ্ন তোলায় এবার বিজেপির অন্দরেও তদন্তের দাবি উঠল।

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...