বিরাট স্বস্তি মেসির, জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেলেন এলএমটেন

জালিয়াতি, অর্থ আত্মসাৎ অভিযোগ থেকে মুক্তি পেলেন  লিওনেল মেসি( Lionel Messi)। ২০২০ সালে জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং তছরুপের অভিযোগ ওঠে মেসির বিরুদ্ধে। ফেডেরিকো রেত্তোরি নামক এক আর্জেন্তিনীয় ব্যক্তি মেসির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেন। অবশেষে মেসির বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে খারিজ করে দিল স্পেনের আদালত।

রেত্তোরি অভিযোগ করেন, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। মেসির সেই সংস্থা যে অর্থ পেত তা সোজাসুজি দান করে দেওয়ার কথা থাকলেও, তা হত না, সেই অর্থ যেত বিভিন্ন ব্যাঙ্কে এবং ব্যক্তিগত কাজে। যে গুলির স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কোনও যোগ নেই। কিন্তু দু’বছর এই  তদন্ত করেও মেসির সংস্থার বিরুদ্ধে কোনও অনৈতিক কাজ চোখে পড়েনি স্পেনের পুলিশের। তাই এই অভিযোগকে নাকচ করে দেয় স্পেনের আদালত।

আরও পড়ুন:রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং

 

Previous articleবিএসএফের গুলিতে জখম যুবক, ক্ষোভ কোচবিহারে
Next articleবার্লার চার্মুচির বহুতল, চা বাগানের বাড়ি নিয়ে তদন্তের দাবি বিজেপির আদি নেতাদের