বিএসএফের গুলিতে জখম যুবক, ক্ষোভ কোচবিহারে

মেখলিগঞ্জের নিজতরফে বিএসএফের গুলিতে জখম এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। জখম ওই যুবকের নাম মহম্মদ ফরিদুল (২০)। বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের ফকিরের ডাণ্ডা এলাকায়। পরে পরিবারের লোকেরা তাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করান৷

অভিযোগ শুক্রবার রাতে ওই যুবক টিউশন পড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ওই যুবককে কয়েকজন বিএসএফ জওয়ান আটক করে। তাদের দেখে ভয়ে বাইক নিয়ে দ্রুত গতিতে ছুটতে চেষ্টা করলে বাইকে লাঠির আঘাত করা হয়। এরপর ওই যুবককে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়া হয় বলে অভিযোগ। এতে ওই যুবক গুরুতর জখম হয়। বুকের ডান দিকে রাবার বুলেটের চিহ্ন দেখা গিযেছে। আহত যুবক বলেন, কোনো কারণ ছাড়াই তার ওপরে চড়াও হয় বিএসএফ জওয়ানরা৷ তাকে মারধর ও পরে গুলি করা হয়৷ তিনি পালিয়ে প্রাণে বাঁচেন। মেখলিগঞ্জ থানার পুলিশ জানায়, এ ব্যাপারে লিখিত অভিযোগ জানানো হলে আইনি ভাবে পদক্ষেপ করবে পুলিশ৷

Previous articleকরোনা বিধি উড়িয়ে দেদার খানাপিনা পানশালায়, ধৃত ৪১ 
Next articleবিরাট স্বস্তি মেসির, জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেলেন এলএমটেন