রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং

বিশ্ব রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের(Ireland)  ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং( simi singh)। দক্ষিণ আফ্রিকার ( south Africa) বিরুদ্ধে আট নম্বরে নেমে শতরান করে রেকর্ড গড়লেন তিনি। পাঞ্জাবে জন্ম সিমির। এদিন ৯১ বলে ১০০ রান করে অপরাজিত রইলেন তিনি।

ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার বিশ্বের এক মাত্র ব্যাটসম্যান যিনি একদিনের ক্রিকেটে আট নম্বরে বা তার নীচে ব্যাট করতে নেমে শতরান করলেন। যদিও তার এই শতরানেও ম‍্যাচ জিততে পারল না আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কাছে ৭০ রানে হারে তারা।  সিরিজের ফলাফল ১-১। প্রথমে ব‍্যাট করতে নেমে ৩৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব‍্যাট করতে নেমে ২৭৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৩৪৬ রান তাড়া করতে নেমে একটা সময় ৯২ রানে ৬ উইকেট হারায় আয়ারল্যান্ড। কোনও লড়াই ছাড়াই যখন আত্মসমর্পণ করতে চলেছে বলে মনে করছে ক্রিকেটপ্রেমীরা, ঠিক সেই সময় আয়ারল্যান্ডের হয়ে হাল ধরেন আট নম্বরে ব্যাট করতে নামা সিমি। তবে তাঁর করা রানেও শেষ রক্ষা হল না আয়ারল্যান্ডের।

আরও পড়ুন:করোনার থাবা টোকিও অলিম্পিক্সে, আক্রান্ত ভিলেজের এক আধিকারিক

 

Previous article‘হাইকোর্টে ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে’, বিস্ফোরক মন্তব্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য’র
Next articleইউরোপীয় ইউনিয়নের অনুমোদনের জন্য কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম আবেদনই জানায়নি!