আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি! জন্ম নিল ৯টি গ্রিন অ্যানাকোন্ডা

চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন। তবে এবার বাইরে থেকে নয় আলিপুর চিড়িয়াখানার মধ্যেই জন্ম হল ৯ টি হলুদ অ্যানাকন্ডার। মা এবং সদ্যোজাত অ্যানাকন্ডা সুস্থ রয়েছে বলেই আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর।

২০১৯ সালের জুন মাসে চেন্নাই (Chennai) ক্রোকোডাইল ব্যাংক থেকে আলিপুর চিড়িয়াখানায় ৪ টি হলুদ অ্যানাকন্ডা নিয়ে আসা হয়েছিল। প্রথম এক বছর পেরোতেই ২০২০ সালে জন্ম হয় ৭ টি বাচ্চা হলুদ অ্যানাকন্ডার। ২০২১ এর ১১ জুলাই ৯টি অ্যানাকন্ডার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানায়। সব মিলিয়ে চিড়িয়াখানায় এখন মোট অ্যানাকন্ডার সংখ্যা ২০ টি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, ভারতবর্ষের সমস্ত চিড়িয়াখানার মধ্যে সবথেকে বেশি অ্যানাকোন্ডা রয়েছে আলিপুর চিড়িয়াখানাতেই। সংখ্যার ভিত্তিতে দেশের সমস্ত চিড়িয়াখানার মধ্যে এগিয়ে তারাই। রাজ্যের লকডাউন পর্ব মিটে গেলেই চিড়িয়াখানার নতুন অতিথিদের দেখা পাবেন দর্শকরা।

আরও পড়ুন- করোনা বিধি নিয়ে আরও কড়া রাজ্য, রাত ৯টা পর নিয়ম ভাঙলেই কঠোর পদক্ষেপ

আরও পড়ুন- করোনা বিধি নিয়ে আরও কড়া রাজ্য, রাত ৯টা পর নিয়ম ভাঙলেই কঠোর পদক্ষেপ