দায় এড়িয়ে দানিশের মৃত্যুতে দুঃখপ্রকাশ তালিবানের

কান্দাহারে(Kandahar) ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর(Danish Siddiqui) মৃত্যুর ঘটনায় এবার বিবৃতি দিল তালিবান। স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী মৃত্যু কীভাবে হয়েছে তা জানা নেই। পাশাপাশি পুলিৎজার জয়ী ওই সাংবাদিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করা হয়েছে তালিবানের(taliban) তরফে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানের মুখপাত্র জুবাইদুল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা জানি না কোন পক্ষের গুলিতে দানিশ মারা গিয়েছেন। যুদ্ধক্ষেত্রে ঢোকা যে কোনো সাংবাদিকের উচিত আমাদের জানানো। আমরা অবশ্যই তাদের খেয়াল রাখব। এটা দুঃখের বিষয়, সাংবাদিকরা আমাদের না জানিয়ে যুদ্ধক্ষেত্রে ঢুকছেন। সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুতে আমরা দুঃখিত।’ উল্লেখ্য, কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয় সংবাদসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক(photojournalist) দানিশ সিদ্দিকির। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন ভারতে(India) নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই। জানা গিয়েছে তাঁর মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করেছে তালিবানরা। ইতিমধ্যেই দেহ ভারতে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।

আরও পড়ুন:করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক রাজ্য, পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে রাখতে চায় নবান্ন

অন্যদিকে, এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বিদেশ সচিব হর্ষ শ্রীংলা বলেন, ‘নতুন প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে জঙ্গি গোষ্ঠীদের হাতে। এর সাহায্যে জঙ্গিরা মানবিক সংস্থাগুলির কাজেও বাধা দিচ্ছে। সারা বিশ্বে যেভাবে মানবতা সংকটের মুখে, সেদিকে এখনই নজর দেওয়া উচিত রাষ্ট্রসঙ্ঘের।’