Tuesday, May 6, 2025

মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন? খোদ ইয়েদিউরাপ্পা ‘গুজব’ বলে ওড়ালেও বাড়ছে জল্পনা

Date:

Share post:

শারীরিক অসুস্থতার কারণেই মুখ্যমন্ত্রীত্ব ছাড়ছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী(Karnataka chief Minister) বিএস ইয়েদিউরাপ্পা(BS Yeddyurappa)। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এমনটাই শোনা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। যদিও এই ধরনের জল্পনা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন স্বয়ং ইয়েদিউরাপ্পা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইস্তফা নিয়ে যে সমস্ত কিছু শোনা যাচ্ছে তার সবটাই গুজব।

ইয়েদিউরাপ্পার ইস্তফা নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপক গুঞ্জন শুরু হওয়ার পর শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানান, “যে সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে তার কোনও সত্যতা নেই। আমি পরের মাসের প্রথম সপ্তাহে ফের দিল্লি আসব। সেই সময় অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডার সঙ্গেও দেখা করব।” উল্লেখ্য, শুক্রবার ছেলে বিজেন্দ্রর সঙ্গে বিশেষ বিমানে দিল্লি গিয়েছিলেন ইয়েদিউরাপ্পা। তারপর থেকেই গুঞ্জন শুরু হয় মন্ত্রিসভায় এবার নতুন মুখ আনতে চাইছেন তিনি।

আরও পড়ুন:শিক্ষক নিয়োগ নিয়ে হিজবুল মুজাহিদিনের হুমকি চিঠি-সিডি ঘিরে চাঞ্চল্য

শনিবার এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছোড়েন, ‘আমি তো নেতৃত্ব বদল নিয়ে কিছুই জানি না। আপনারাই বলুন।’ তবে মুখ্যমন্ত্রী বিষয়টি এড়িয়ে গেলেও গুঞ্জন কিন্তু থামছে না। কারণ সাম্প্রতিক সময়ে কর্নাটকে বেশ কয়েকজন নেতা- মন্ত্রী রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। ফলস্বরূপ নেতৃত্বের মধ্যে তৈরি হচ্ছে মতবিরোধ। এই পরিস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের বিষয় পুরোপুরি খারিজ করে দিয়েছেন খোদ ইয়েদিউরাপ্পা নিজেই।

 

spot_img

Related articles

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...

১৪ দিন পার! পহেলগাম হামলায় ১৪ প্রশ্নের উত্তর কোথায়, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের...

হিংসা নয়-শান্তি চাই, মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি নয়: বার্তা মুখ্যমন্ত্রীর

হিংসা নয়, শান্তি চাই- মুর্শিদাবাদের (Murshidabad) হিংসার বিরোধিতায় স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। সোমবারের পরে মঙ্গলবারও...