Sunday, August 24, 2025

ফ্রান্সেও মান্যতা পেল কোভিশিল্ড, নতুন টিকানীতিতে থাকছে একগুচ্ছ নির্দেশিকা

Date:

এবার থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ় পাওয়ার এক সপ্তাহ পরই ফ্রান্সে প্রবেশ করা যাবে। টিকাকরণের নতুন নীতি প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। মান্যতা পেয়েছে কোভিশিল্ডও।
নতুন টিকানীতিতে বলা হয়েছে,ফাইজ়ার-বায়োএনটেক, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়ার পরই ফ্রান্স প্রবেশের ছাড় মিলবে। স্বীকৃতি দেওয়া হয়েছে সেরাম সংস্থার তৈরি কোভিশিল্ডকেও। এর আগে দুটি ডোজ় নেওয়ার পরও ১৪ দিনের ব্যবধান রেখে ফ্রান্সে প্রবেশের অনুমতি মিলত। আবার জনসনের করোনা টিকা নিলে অপেক্ষা করতে হত ২৮ দিন।
ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়মে বলা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশের বাসিন্দা, যারা এখনও দুটি টিকা নেননি, তাদের ভ্রমণের ২৪ ঘণ্টা আগে করানো করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। আগে ব্রিটেন, স্পেন, পর্তুগাল, সিপরাস, গ্রিস ও নেদারল্যান্ড থেকে এলে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হত। নতুন নিয়মে যাদের দুটি ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছে, তাদের রিপোর্ট দেখাতে হবে না। তবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিউনেশিয়া, মোজ়াম্বিক, কিউবা ও ইন্দোনেশিয়াকে লাল তালিকাভুক্ত করেছে ফ্রান্স।তাই এইসমস্ত জায়গায় অতিপ্রয়োজন ছাড়া ঢুকলেও সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
অন্যদিকে, ফ্রান্সেও কোভিশিল্ডের স্বীকৃতি মেলায় এই নিয়ে মোট ১৪টি ইউরোপীয় ইউনিয়ন দেশে ভারতের ভ্যাকসিনকে গ্রহণ করা হল। এর আগে বেলজিয়াম, অস্ট্রিয়া, বুলগেরিয়া, এস্টোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, লাটভিয়া, নেদারল্যান্ড, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেনে কোভিশিল্ডকে মান্যতা দেওয়া হয়েছিল।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version